ট্রেনের লেডিস কামরায় নতুন নিয়ম! রাত ৯ টা বাজলেই বড়সড় পরিবর্তন, খুশিতে আত্মহারা মহিলা যাত্রীরা, কি সেই নিয়ম?
ট্রেনের লেডিস কামরায় নতুন নিয়ম!
রাত ৯ টা বাজলেই বড়সড় পরিবর্তন!
আর নেই বিন্দুমাত্র ভয়
রাত হোক বা দিন
যাত্রা হবে সুনিশ্চিত!
নয়া নিয়মে খুশিতে আত্মহারা
মহিলা যাত্রীরা
কি সেই নিয়ম?
লোকাল ট্রেনের লেডিস কামরা নিয়ে মহিলাদের দীর্ঘদিনের অভিযোগ। লেডিস কামরায় পুরুষেরা উঠে পড়ে, মহিলাদের বিরক্ত করে, রাত্রিবেলায় নিরাপত্তার অভাব! এই ধরনের অভিযোগ জমা পড়ছে রেল আধিকারিকদের কাছে। সমস্ত দিক বিবেচনা করে, মহিলাদের সুরক্ষাকে আরও মজবুত করতে বড়সড় পদক্ষেপ নিল রেলওয়ে কতৃপক্ষ। যা শুনলেই খুশিতে লাফাবেন মহিলা যাত্রীরা। নতুন এই সিদ্ধান্তে, লেডিস কামরার সুরক্ষা অনেকগুণ বেড়ে যাবে। রাত ৯ টা বাজলেই লোকাল ট্রেনের লেডিস কামরায় দেখা যাবে নতুন নিয়মের প্রভাব।
কি এই নতুন সিদ্ধান্ত?
এবার থেকে লোকাল ট্রেনের লেডিস কামরায় রাত ৯ টা থেকে মোতায়েন থাকবে জিআরপি। মহিলাদের সুরক্ষায় শক্তিশালী জিআরপি নিয়োগ করা হবে। তাও আবার কয়েক ঘণ্টার জন্য নয়। রাত ৯ টা থেকে সকাল ৬ পর্যন্ত মহিলা কামরায় পাহারা দেবে দায়িত্বরত মহিলা জিআরপি । তাদের পরনে থাকবে ইউনিফর্ম। রাতে ও সকালের দিকে মহিলা কামরায় অনেক রকম অপ্রীতিকর কাণ্ড ঘটার তথ্য সামনে আসছে। নতুন নিয়মটি চালু হলে এই সমস্ত সমস্যা কমে আসবে বলে আশা করা হচ্ছে। নতুন নিয়মটি লাগু হচ্ছে স্বপ্ন নগরি মুম্বাইতে। সেখানেই লোকাল ট্রেনের লেডিস কামরায়, জিআরপি হোম গার্ড এবং মহারাষ্ট্র সুরক্ষা বাহিনে নিযুক্ত করা হবে। মুম্বাই রুটে ১০৪১ টি লোকাল ট্রেন চলাচল করে। এই সমস্ত লোকাল ট্রেনের মহিলা কোচে এখনো কোন সিকিউরিটি কর্মী নেই। ফলে প্রশ্নের মুখে দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা। তাই এই উদ্যোগ নিয়েছে মুম্বাই পুলিশ কতৃপক্ষ। ইতিমধ্যেই মুম্বাই রেলওয়ে কতৃপক্ষের এই ব্যবস্থা যথেষ্ট প্রশংসা কুড়োচ্ছে। বিশেষ করে মহিলাদের কাছে অনেক বেশি সমাদর পাচ্ছে।
Leave a Reply