প্রস্রাবের রং দেখেই বুঝুন, কোন রোগে ভুগছেন! জানুন আপনি সুস্থ নাকি অসুস্থ, ৫টি লক্ষণ দেখলেই ভুলেও করবেন না অবহেলা

প্রস্রাবের রং দেখেই বুঝুন, কোন রোগে ভুগছেন! জানুন আপনি সুস্থ নাকি অসুস্থ, ৫টি লক্ষণ দেখলেই ভুলেও করবেন না অবহেলা

কখনও লালচে, কখনও হলদে
প্রস্রাবের রং দেখেই বুঝুন
কোন রোগে ভুগছেন!

জানুন সুস্থ নাকি অসুস্থ!
বাড়ি বসেই করুন যাচাই!

কোন রঙের প্রস্রাব
কি রোগের লক্ষণ?

কখন হবেন সাবধান?
কোন ৫ টি লক্ষণ দেখলেই
জানাতেই হবে ডাক্তারবাবুকে?

শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে কি না, সেটা ডাক্তার বলার আগেই জানান দেয় আমাদের প্রস্রাব। একদমই ঠিক। প্রস্রাবের এমন ক্ষমতা রয়েছে যা আপনার শরীর সুস্থ নাকি অসুস্থ মুহূর্তের মধ্যে বলে দেবে। এর জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রস্রাবের রং। প্রস্রাবের রং দেখেই বাড়ি বসে নিজে নিজে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। অনেকেই হয়ত বলবেন প্রস্রবাবের রং তো হলুদ হয়।সাধারণত হলুদ রঙের হয়ে থাকে মানব ইউরিনের রং। এই রং দেখে কিভাবে স্বাস্থ্য পরীক্ষা সম্ভব। তাহলে জেনে রাখুন, প্রস্রাবের রং শুধুমাত্র হলুদই হয় না, অনেক সময় এই রঙের তারতম্য ঘটে। যা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে ঠিক কি ঘটছে। অনেক সময় আমরা প্রস্রাব করে সেভাবে লক্ষ্য করি না, বা করলেও গুরুত্ব দিনা। তাই আপনাদের জানাই প্রস্রাবের ৫ রকম রং দেখলেই সাবধান হয়ে যান। এক নজরে দেখুন-

১, ঘোলাটে রংঃ প্রসাবের রং যদি কখনও ঘোলাটে হয় তাহলেই সাবধান হয়ে যা। এটি একেবারেই ভালো লক্ষণ নয়। মানবদেহে ইলেক্ট্রোলাইটের পরিমাণ কমে গেলে প্রস্রাবের রং ঘোলাটে হয়। আবার এই লক্ষণ অনেক সময় জানান দেয় প্রস্রাবে সিরোসিসের মাত্রা বেড়েছে। অনেক সময় লিভারে হেপাটাইটিসের আক্রমন হলেও এমনটা হয়। এক্ষেত্রে দেরী না করে চিকিৎসকের কাছে যান।

২, লালছে রংঃ কিডনিতে পাথর হলে, সংক্রমণ হলে অনেক সময় প্রস্রাবের রং লাল হয়ে যায়। আবার কখনও কখনও মূত্রনালীতে ক্যান্সার হলেও এমনটাও হয়। লালচে রঙের প্রস্রাব দীর্ঘদিন ধরে হতে থাকলে অবশ্যই ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন।

৩, হালকা হলুদ রঙের মুত্রঃ শরীরে হিমোগ্লোবিন ভেঙে গেলে ইউরোক্রোম নামক একটি উপাদান তৈরি হয়। এর ফলে প্রস্রাবের রং হালকা হলুদ কিংবা গাঢ় হলুদ হয়। হিমোগ্লোবিন কমে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। রক্ত তৈরি বন্ধ হয়ে যেতে পারে। তাই ফেলে না রেখে ডাক্তারকে জানান।

৪, কমলা রংঃ কখনও কখনও মুত্রের রং কমলা হয়ে যায়। শরীরে জন্ডিস হলে কিংবা জলশূন্যতা তৈরি হলে প্রস্রাবের রং কমলা হয়। অনেক দিন ধরে এমন চললে অবশ্যই ডাক্তার দেখানো উচিত।

৫, নীলচে ও সবুজে রং: এটা অনেক সময় খাবারের উপর নির্ভর করে। বেশ কিছু ঔষধ খাওয়ার পর প্রস্রাবের রং নীল কিংবা সবুজ হয়ে যায়। যদি খাবার না খেয়েও এমনটা হয়, তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *