অমিতাভ থেকে কুমার শানু, গিনিস বুকে নাম লিখিয়েছেন বলিউডের ৫ সেলেব
ভারতের গর্ব বলিউডের ৫ তারকা
প্রতিভার জেরে
নাম তুলেছেন গিনিস বুকে
কুমার শানু থেকে অমিতাভ
রয়েছে তাবড় তাবড় তারকার নাম
যাদের ট্যালেন্ট শুনলে
থ হয়ে যাবেন
তালিকায় আছে
কোন কোন তারকার নাম?
ভালো অভিনয়ের জন্য তারকারা নানা রকম পুরস্কার পেয়ে থাকেন। এই ধারণার সঙ্গে আমরা পরিচিত। কিন্তু এমনটা কখনো শুনেছেন, তারকারাও জিনিস বুকেও নাম তুলেছেন। শুনতে অবাক লাগলেও বলিউডে এমন কিছু সেলিব্রেটি রয়েছে যারা নিজেদের অনন্য প্রতিভার গুণে নাম তুলেছেন গিনিস বুকে। একদমই তাই। বি টাউনে এমনই পাঁচ জন তারকা রয়েছে যারা নিজেদের অনবদ্য ট্যালেন্টের জেরে গিনিস বুকে নাম খোদাই করেছেন। দেখুন কারা রয়েছে তালিকায় –
এক, আশা ভোঁসলে: ভারতের বিখ্যাত স্বনামধন্য গায়িকা আশা ভোঁসলে। ক্যারিয়ারের শুরু থেকেই কুড়িটিরও বেশি ভারতীয় ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়েছেন এই গায়িকা। ভারতে যতগুলো গায়িকা রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক সোলো এবং ডুয়েট গানের রেকর্ড রয়েছে আশা ভোঁসলের ঝুলিতে। আর ঠিক এই কারণেই তার নাম উঠেছে গিনিস বুকে।
দুই, ললিতা পাওয়ার: বলিউডের সব থেকে পুরনো অভিনেত্রীর মধ্যে এক একজন ললিতা পাওয়ার। এই পর্যন্ত বি টাউনে যতজন অভিনেত্রী রয়েছে তাদের সবার মধ্যে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড রয়েছে এই অভিনেত্রীর দখলে। দীর্ঘতম ক্যারিয়ারের জন্য তিনিও নাম খোদাই করেন গিনিস বুকে।
তিন, কুমার শানু: ভারতবর্ষের জনপ্রিয় গায়কদের মধ্যে একজন কুমার শানু। একদিনে সর্বাধিক ২৮ টি গান রেকর্ড করে গিনিসবুকে নাম খোদাই করেছেন এই গায়ক।
চার, অক্ষয় কুমার: বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে প্রিয় অভিনেতা। অভিনয় থেকে কমেডি সবেতেই পারদর্শী অক্ষয়। সেলফি ছবির প্রচারে গিয়ে তিন মিনিটে ১৮৪ টি সেলফি তুলে নিমেষে গিনিস বুকে নাম তুলে নেন অক্ষয়।
পাঁচ, অমিতাভ বচ্চন: ১৯ জন বিখ্যাত গায়কের সঙ্গে শ্রী হনুমান চালিশা পাঠ করে গিনিস বুকে নাম তুলেছেন এই বর্ষীয়ানী অভিনেতা।
Leave a Reply