ভাঙরে আইএসএফের থাবা বিধবস্থ আরাবুল ইসলাম! লজ্জায় অভিমানে সরতে চান দায়িত্ব থেকে

ভাঙরে আইএসএফের থাবা বিধবস্থ আরাবুল ইসলাম! লজ্জায় অভিমানে সরতে চান দায়িত্ব থেকে

ভাঙরে আইএসএফের থাবা
বিধ্বস্ত আরাবুল!

শওকতকে সাক্ষী রেখে
লজ্জায় অভিমানে
সরতে চান দায়িত্ব থেকে!

হঠাৎ কি হল?
কেন এমন সিদ্ধান্ত?

নিজের খাসতালুক ভাঙর! সেখানেই ভরাডুবি খেলেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম। মনোনয়ন পর্বের সময় থেকেই যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। কিন্তু হেরে যাওয়ার পর সেই সক্রিয়তা একেবারে অদৃশ্য। অনেকটাই পাল্টে গেছেন। কার্যত মনমরা হয়ে পড়েছেন তিনি। এবার বড়সড় সিদ্ধান্তের পথ বেছে নিতে চলেছেন আরাবুল ইসলাম। দায়িত্বে অব্যহতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি ভাঙড়ের হাতিশালায় তৃণমূলের জয়ী প্রার্থীদের নিয়ে একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন শওকত মোল্লা থেকে শুরু করে আরাবুল ইসলাম। বৈঠকে পঞ্চায়েত ভোটের ফলাফল প্রসঙ্গ উঠে আসে। সেখানেই আরাবুল ইসলাম বলেন-

‘দল চাইলে আমি অব্যাহতি চাই।’

আরও বলেন-

‘আমার জায়গায় অন্য কেউ দায়িত্ব নিলে আমি সব থেকে বেশি খুশি হব।’

চোখে মুখে হারের যন্ত্রণা তখনও স্পষ্ট। গলায় অভিমানের সুর। হঠাৎ এমন মন্তব্য কেন করলেন আরাবুল? দলের অন্যান্য প্রার্থীদের মতে রাগ অভিমান থেকেই এমনটা বলেছেন তিনি। জানা যাচ্ছে ভাঙরের পোলেরহাট দু’নম্বর পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে আরাবুলের উত্তর গাজিপুরের ঘরের বুথ ৯৫ নম্বর আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। সেখানেব প্রার্থী হয়ে দাড়ায় আরাবুলের ভাই আজিজুল ইসলাম। এদিকে ভাই জিতলেও নিজে জিততে পারেননি। তার মধ্যে নিজের এলাকাতেই পাবলিকের চক্ষুশূল আরাবুল। তারই মধ্যে দোসর আইএসএফ। আইএসএফ গদি জিততে না পারলেও, জনপ্রিয়তার বিচারে অনেকটা এগিয়ে। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বুঝে ভেঙে পড়েছেন তিনি। তাই হারের দায় নিজের কাঁধে নিয়ে দায়িত্ব ছাড়তে চাইছেন। শওকত মোল্লাকেও এই কথা জানিয়েছেন। বিধ্বস্ত আরাবুলের পাশে দাঁড়িয়ে শওকত মোল্লাও বলেন-

‘‌দলের নির্দেশে আরাবুল ভাঙড় দু’নম্বর ব্লকে কনভেনর হয়েছেন। তাই তিনি ভাঙড়ের দায়িত্ব নিয়েই কাজ করবেন।’‌

এখন দেখার অপেক্ষা জনগণের আস্থা ফিরে পেতে কি কি পদক্ষেপ নিতে চলেছেন আরাবুল ইসলাম!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *