জীবনে সফল হতে পড়ুন মমতার ব্যানার্জির লেখা বই! জানুন মুখ্যমন্ত্রী ৫টি মূল্যবান উপদেশ, বদলাবে জীবন,
দূর হবে সমস্ত সমস্যা
জীবনে সফল হতে পড়ুন
মমতার ব্যানার্জির লেখা বই
জানুন মুখ্যমন্ত্রী ৫টি মূল্যবান উপদেশ
বদলাবে জীবন!
দূর হবে সমস্ত সমস্যা!
কোন সময় কি করলে
মিলবে সফলতা
জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী
জীবনে সফলতা কে না চায় বলুন তো! সবাই সফলতার পেছনেই ছোটে। তবে সফল হতে গেলে সবার প্রথমে দরকার সঠিক পরামর্শ। এবার সেই পরামর্শই নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যিনি তার লেখার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সফলতার পাঠ। সফল হওয়ার চাবিকাঠির খোঁজ পেতে, পড়তে হবে তাঁর লেখা বই। মুখ্যমন্ত্রীর মতে –
‘আমার লেখা বই পড়লে জানতে পারবেন, কোন সময় কি করলে আপনি সফলতার দিকে এগোবেন’।
রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন শৈল্পিক মনের মানুষও বটে। যেমন তার আঁকা, তেমনি তার লেখা। এই নিয়ে মোট ১০০টির বেশি বই লিখে ফেলেছেন তিনি। প্রত্যেকটি বইয়ের বিষয়বস্তুতে ফুটিয়ে তুলেছেন জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা। নিজের বই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন-
‘জীবনে যা কিছু করবেন স্বচ্ছতা নিয়ে করবেন। এবং হতাশা নয়। ভয় না পেয়ে মুক্ত কণ্ঠে করতে হবে। এই কাজটা করতে করতে জীবনে হোঁচট খেয়েছি। হোঁচট খেতে খেতে কোন সময় কোন কথাটা বললে সমাধান হতে পারে সেনিয়ে আমার নিজের অনেকগুলি বই লেখা আছে। আমি নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে করেছি।’
তিনি তার লেখা বেশ কিছু বইয়ের নাম উল্লেখ করে, সেগুলো পড়ার পরামর্শ দিয়েছেন। বইগুলো যথাক্রমে- ‘ভাববার কথা’, ‘কথার কথা’, ‘আলোকবর্তিকা’,’ কবিতাবিতান ‘। এই সমস্ত বইগুলো থেকে মুখ্যমন্ত্রীর বাছাই করা ৫টি উপদেশ দেওয়া হয়েছে। এক নজরে দেখুন-
এক, জীবনে এগোতে হলে লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হবে।
দুই, সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।
তিন, জীবনে ওঠা পড়া আসবে, থেমে থাকলে চলবে না।
চার, বঞ্চিতদের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।
পাঁচ, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে।
Leave a Reply