একদম অল্প খরচে রওনা দিল চন্দ্রযান-৩! আদিপুরুষের বাজেট ৭০০ কোটি, তার থেকেও কম চন্দ্রযান ৩ এর খরচ, জানেন কত টাকায় অভিযান চালাচ্ছে চন্দ্রযান ৩?

জানেন চন্দ্রযান ১ ও ২ এর পেছনে মোট কত টাকা লোকসান হয়েছে ভারত সরকারের? ক্ষতির পরিমাণ শুনলে আঁতকে উঠবেন!

জানেন চন্দ্রযান ১ ও ২ এর
পেছনে মোট কত টাকা লোকসান
হয়েছে ভারত সরকারের?

পর পর দুবার ব্যর্থ!
জলে গেল সব টাকা!

যে পরিমাণ টাকা নষ্ট হয়েছে
তা দিয়ে কেনা যাবে
লাক্সারিয়াস হোটেল

মোট ক্ষতির পরিমাণ শুনলে
আঁতকে উঠবেন!

চন্দ্রযান ৩, ভারতের বুকে এক নতুন ইতিহাস। এই নিয়ে তৃতীয়বার পাড়ি দিল চন্দ্র জয়ের উদ্দেশ্যে। প্রথম দুবার ব্যর্থ। চলছে ৩ নম্বর প্রচেষ্টা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-এর তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে এই চন্দ্রাভিযান। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান ৩। যেহেতু এর আগে দুবার ব্যর্থ হয়েছে। তাই এবারের চন্দ্রযানকে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে অনেক বেশি মজবুত করা হয়েছে চন্দ্রযান ৩ কে। এবারের চন্দ্রযান তৈরিতে যথেষ্ট টাকা খরচ করেছে সরকার। চন্দ্রযান ১ ও ২ এর ক্ষেত্রেও বিপুল অর্থ ঢালা হয়। তবে চন্দ্রযান ১ ও চন্দ্রযান ২ ব্যর্থ হওয়ার কারণে মোটা অঙ্কের লোকসান হয় ভারত সরকারের। জানেন এই দুটি চন্দ্রযানের পেছনে মোট কত টাকা লোকসান হয়েছে ভারত সরকারের। দেখুন এক নজরে-

চন্দ্রযান ১-

চন্দ্রযান ১ তৈরিতে মোট খরচ হয় ৩৮৬ কোটি টাকা। এটি ছিল ভারতের প্রথম চন্দ্র অভিযান। চাঁদে জল আছে কি না তার খোঁজেই পাঠানো হয় এই চন্দ্রযানটি। তবে উল্লখযোগ্যভাবে কিছুই করতে পারেনি চন্দ্রযান ১। সবচেয়ে কম খরচ হয় এই অভিযানটিতে। অভিযানটি সফল না হওয়ায়, ৩৮৬ কোটি টাকা লস হয় ভারত সরকারের।

চন্দ্রযান ২-

চন্দ্রযান ২ তৈরিতে খরচ হয় ৯৭৮ কোটি টাকা। বিশ্বের অন্যান্য দেশের চন্দ্র অভিযানের সাথে তুলনা করলে দেখা যায়, চন্দ্রযান ২ তৈরিতে অনেক কম খরচ হয়েছে । ৯৭৮ কোটি টাকার মধ্যে ৬০৩ কোটি টাকা ছিল অভিযানের বাজেট, ৩৭৫ কোটি খরচ হয়েছিল উৎক্ষেপণ প্রক্রিয়ায়। প্রথমটির মতন, চন্দ্রযান ২ ও অসফল থেকে যায়। সব মিলিয়ে সরকারের ১০০০ কোটি টাকা লোকসান হয়। তবে এই দুটি অভিযান পিছু সরকারের লোকসান হলেও, এই অভিযান দুটি থেকে যথেষ্ট শিক্ষা লাভ করেছে ভারত সরকার।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *