YouTube এর উপার্জনে বিলাসবহুল বাড়ি, লাক্সারিয়াস গাড়ি! বং গাইয়ের রোজগার কত জানেন? শুনলে চমকে উঠবেন

YouTube এর উপার্জনে বিলাসবহুল বাড়ি, লাক্সারিয়াস গাড়ি! বং গাইয়ের রোজগার কত জানেন? শুনলে চমকে উঠবেন

ইউটিউবার থেকে রাতারাতি সেলিব্রেটি
বং গাই – কিরণ দত্ত!

YouTube এর উপার্জনে
বানিয়েছেন বিলাসবহুল বাড়ি!
কিনেছেন লাক্সারিয়াস গাড়ি!

কিরণের রোজগার লজ্জায় ফেলবে
বড় বড় কর্পোরেট অফিসারদের!

তার মাসিক আয় কত জানেন?
শুনলে চমকে উঠবেন

না করে চকারি, না করে ব্যবসা! দিন রাত শুধুই বানায় ভিডিও। তাতেই চলছে সংসার। পূরণ হচ্ছে সমস্ত স্বপ্ন। বাংলার এক নম্বর ইউটিউবার। নাম কিরণ দত্ত। শুধুমাত্র ভিডিও কন্টেন্ট তৈরি করেই আজ তিনি মোটা টাকার মালিক। কিরণ দত্তের হাত ধরেই বাংলায় শুরু হয় ইউটিউব চ্যানেলের রমরমা। তার আগে বাংলায় ইউটিউব চ্যানেলের এত জনপ্রিয়তা ছিল না। বাঙালীদের মধ্যে ইউটিউবকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তোলে কিরণ। তাঁকে সবাই চেনে, দ্য বং গাই নামে। এটিই তার ইউটিউব চ্যানেলের নাম।

দৈনন্দিন জীবনের মজার মজার ঘটনা নিয়ে কন্টেন্ট তৈরি করে এই বাঙালী যুবক। সেই সব মজার মজার ভিডিওগুলো সহজেই জয় করে নেয় দর্শকদের মন। শুধু মাত্র বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি বিষয়বস্তু ও সহজভাবে পরিবেশনের জন্য পাল্লা দিয়ে বেড়ে যায় কিরণের সাবস্ক্রাইবার সংখ্যা। ভাইরাল হতে থাকে তার প্রত্যেকটি ভিডিও। হাজার থেকে লাখে পৌঁছে যায় তার ফলোয়ার্স সংখ্যা। বর্তমানে রয়েছে দুটি ইউটিউব চ্যানেল। দুটি চ্যানেলেই রয়েছে লক্ষ লক্ষ অনুগামী। ইউটিউবের সাহায্যে কিরণ শুধু টাকাই নয়, অর্জন করেছে লাখ লাখ মানুষের ভালোবাসা। সকলেই আজ এক নামে চেনে তাকে। ইউটিউবের মধ্যেই শুধু আবদ্ধ থাকেননি। কাজ করেছেন টলিউড ও বলিউডেও। যাকে এককালে কেউ চিনত না, আজ তাঁকে দেখার জন্য ভিড় করে অগণিত মানুষ।

কিরণের যাত্রা এতটা সহজ ছিল না। পড়াশুনো করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে। কিন্তু সে সব ছেড়ে ঝুঁকি নিয়ে চলে আসেন ইউটিউবে কন্টেন্ট তৈরির কাজে। এরপরেই শুরু ইউটিউব চ্যানেলের যাত্রা। জনপ্রিয় ইউটিউবার হওয়ার পর তাকে আর পেছনে থাকাতে হয়নি। এরপর শুধুই এগিয়েছেন। বানিয়েছেন নিজের স্বপ্নের বাড়ি। কিনেছেন মনের মত বিলাসবহুল গাড়ি। ইউটিউবার হয়ে সিনেমাতেও অভিনয় করে ফেলেছেন। একবার দাদাগিরির মঞ্চে কিরণ জানায়, ইঞ্জিনিয়ারের চাকরিতে যতটা না উপার্জন হত, তার থেকেও ১০ গুণ বেশি ইনকাম করে ইউটিউবে। মাস গেলে তার আয়ের অঙ্ক ১০ লক্ষ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *