পঞ্চায়েত ভোটে কাজে এলো কি অভিষেকের ‘নবজোয়ার’ কর্মসূচী? কোটি কোটি টাকা খরচ করে কি পেল, আর কি পেল না তৃণমূলের যুবরাজ? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
পঞ্চায়েত ভোটে কাজে এলো কি
অভিষেকের ‘নবজোয়ার’ কর্মসূচী?
কোটি কোটি টাকা খরচ করে
কি পেল, আর কি পেল না
তৃণমূলের যুবরাজ?
১০ এ কত পেল
অভিষেকের জনজোয়ার?
০ নাকি ১০ এ ১০!
উত্তর জানিয়ে দিল
বিরোধী থেকে শাসক দলের
নেতৃবৃন্দরা!
মাসব্যাপী সংঘাত আর গোষ্ঠী দন্দের মধ্যে দিয়েই শেষ হল পঞ্চায়েত ভোট। জয় পেল তৃণমূল। চারিদিকে উড়ল সবুজ আবির। তৃণমূলের জয় লাভের পরেই আলোচনায় অভিষেকের নবজোয়ার যাত্রা। আমরা সকলেই জানি, পঞ্চায়েত ভোটের আগে কোটি কোটি টাকা খরচ করে, নবজোয়ার কর্মসূচী পালন করেছেন তৃণমূলের সেকণ্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। এখন প্রশ্ন, নির্বাচন জেতার পেছনে কতটা কাজে এলো অভিষেক ব্যানার্জির নবজোয়ার কর্মসূচী। এই নিয়েই চলছে রাজনৈতিক তরজা। আদৌ কি কাজে এলো অভিষেকের নবজোয়ার কর্মসূচী! নাকি সবই ছিল শো অফ! টাকার ওড়ানোর খেলা! এই পরিপ্রেক্ষিতেই উঠে এলো নানান মতামত। যা শুনলে নির্দিষ্ট ধারণায় পৌঁছাতে পারবেন আপনিও।
অভিষেক যে জেলায় নবজোয়ার কর্মসূচী শুরু করেছিলেন, সেই কোচবিহার জেলার বিধায়ক নবজোয়ার কর্মসূচীর তত্ত্ব মানতে নারাজ। এক সংবাদমাধ্যমে তিনি সাফ জানিয়েছেন, অভিষেকের নবজোয়ার কর্মসূচী শুধু মাত্র লোক দেখানো। তিনি দাবি করেছেন, কোচবিহারে প্রচার করেতে গিয়েই অভিষেক ব্যানার্জি টের পেয়েছে কোচবিহারে ঘাঁটি তৈরি করা কত শক্ত!
সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, অভিষেক যতই জনজোয়ার যাত্রা করুক না কেন সবই নাকি ভোট লুঠের মহড়া। তার মতে নবজোয়ার কর্মসূচী তৃণমূল যতটা না জিতেছে, তার থেকেই বেশি জিতেছে ভোট লুঠ করে। তিনি তৃণমূলের বিরুদ্ধে ভোট জালিয়াতি করার অভিযোগও এনেছেন।
এদিকে তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তথা মুখপাত্র তাপস রায়ের গলায় অন্য সুর। তিনি অকপটে বলেছেন-
( লেখায় দেখাবে )
‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা উন্নয়নমূলক কর্মসূচির কারণে গ্রামাঞ্চলে তৃণমূলের সমর্থন বেড়েছে। অভিষেকের মস্তিষ্কপ্রসূত সময়োপযোগী ‘নবজোয়ার’ কর্মসূচি পঞ্চায়েত ভোটের আগে আমাদের কর্মী-সমর্থকদের অনেকটাই উজ্জীবিত করেছে। আগামী দিনেও ওই কর্মসূচির প্রতিফলন আমরা দেখতে পাব।’
অভিষেকের নবজোয়ার কর্মসূচী নিয়ে রাজ্যের শাসক কিংবা বিরোধী দল যে যাই বলুক না কেন, ভোটের রেজাল্ট বলছে অন্য কথা। ভোটের ফলাফল থেকে জানা যাচ্ছে, অভিষেক যে সমস্ত জেলায় নবজোয়ার কর্মসূচী করেছে সেগুলোর মধ্যে বেশির ভাগ জেলায় ভালো ফল করেছে তৃণমূল। অন্যদিকে যে সব জেলায় তৃণমূল যায়নি সেখানে অনেক পিছিয়ে ঘাসফুল শিবির। মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলোতে ভালো ফল করেছে বিরোধীরা। এই সব জেলায় যায়নি অভিষেকের নবজোয়ার। তবে বিভিন্ন নেতা মন্ত্রীদের মতের সাপেক্ষে বোঝা যাচ্ছে, অভিষেকের নব জোয়ারকে অনেকেই, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতন ভোট কেনার অস্ত্র মনে করছেন অনেকেই। এবারের পঞ্চায়েত ভোটের তৃণমূলের জয়ের নেপথ্যে ৫১ দিনের নবজোয়ার কর্মসূচী কিছুটা হলেও ভূমিকা রেখেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে এই ধারণা কতটা সঠিক, সেটাই জানান দেবে আগামী বছরের লোক সভা ভোট।
( এটার স্ক্রিন শট নিয়ে নেবে। এই বিশ্লেষণ থেকে কপিটা তোলা। এটার স্ক্রিন শট নেবে। https://www.anandabazar.com/west-bengal/relevance-of-51-day-long-nabo-jowar-yatra-of-tmc-leader-abhishek-banerjee-in-wb-panchayat-election-2023-dgtls/cid/1444540?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=daily )
Leave a Reply