শুরু হল হিন্দুদের সবচেয়ে জাগ্রত কামিকা একাদশী! যা চাইবেন তাই পাবেন, ঘরে আনুন এই ৪টি জিনিস
শুরু হল হিন্দুদের সবচেয়ে জাগ্রত
কামিকা একাদশী!
যেটি ভগবান শ্রী বিষ্ণুর প্রিয়
আজ যা চাইবেন তাই পাবেন
পাপ থেকে মুক্তি, সুখ-শান্তি
মিলবে এক নিমেষে
শুধু ঘরে আনুন এই ৪টি জিনিস!
দুহাত তুলে আশীর্বাদ দেবে শ্রী বিষ্ণু
শুরু হয়েছে শ্রাবণ মাস। হিন্দু শাস্ত্রে এই মাসটির তাৎপর্যতা অনেক। কারণ প্রত্যেক বছর এই মাসে পালিত হয় কামিকা একাদশী। হিন্দু ধর্মে যতগুলো একাদশী রয়েছে তার মধ্যে সবচেয়ে জাগ্রত ও গুরুত্বপূর্ণ কামিকা একাদশী। আজকেই দিনেই পালিত হবে কামিকা একাদশী। শাস্ত্রে বলা হয়, এই দিন ভক্তিভরে ভগবানের কাছে যা চাওয়া হয় তাই মেলে। কারণ কামিকা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু ভক্তের বাসনা পূরণের জন্য জাগ্রত হন। যদি কোনও ভক্ত উপোস করে, পবিত্র মনোভাব নিয়ে, ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করে তাদের জীবন আলোকিত হয়। তবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে কামিকা একাদশীর দিন কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত। যেগুলো মানলে, ঘরে সুখ, শান্তি ও ধন-সম্পদ বর্ষিত হবে। এই পরিপ্রেক্ষিতে, অযোধ্যার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম ৪ টি জিনিস ঘরে আনার কথা বলেছে-
এক, পঞ্চজন্য শঙ্খঃ যেহেতু কামিকা একাদশী হল শ্রী বিষ্ণুর প্রিয় একাদশী। তাই এদিন ঘরে পঞ্চজন্য শঙ্খ আনলে ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হন। তিনি ভক্তের ডাকে সাড়া দেন। ভক্তকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। এমনকি ভক্তের সকল দারিদ্রতা দূর করে দেন।
দুই, বাঁশিঃ শাস্ত্র মতে, কামিকা একাদশীতে ঘরে বাঁশি আনলে কিংবা ঠাকুর ঘরে বসে বাশি বাজালে ভগবান খুশি হন। একেই বাঁশি শ্রী বিষ্ণুর আরেক অবতার কৃষ্ণের প্রিয় বাদ্য যন্ত্র। তাই বাড়িতে বাঁশি আনলে মঙ্গল বার্তা বয়ে আসবে।
তিন, ভগবান বুদ্ধের মূর্তিঃ বাস্তু দোষ কাটাতে কামিকা একাদশীতে ঘরে বুদ্ধ মূর্তি আনুন। বাড়ির দীর্ঘদিনের বিবাদ কেটে যাবে।
চার, গদাঃ ভগবান শ্রী বিষ্ণু গদার সাহায্যের সমস্ত নেতিবাচক শক্তিকে নাশ করেম। তাই আজকের দিনে ঘরে গদা আনলে বিষ্ণু দেবের কৃপায় সমস্ত খারাপ শক্তি দূর হয়ে যাবে।
Leave a Reply