বঙ্গোপসাগরে চোখ রাঙ্গাচ্ছে দু’দুটি সাইক্লোনিক সার্কুলেশন! হুমকির মুখে ২ জেলা, জারি হাই অ্যালার্ট
শুরু হবে তুমুল বৃষ্টি!
বঙ্গোপসাগরে চোখ রাঙ্গাচ্ছে
দু’দুটি সাইক্লোনিক সার্কুলেশন!
আষাঢ়ের শেষ বেলায়
শক্তি বাড়াবে বর্ষা!
হুমকির মুখে ২ জেলা!
জারি হাই অ্যালার্ট!
দেখুন আপনার এলাকায়
কেমন থাকবে আবাহাওয়া?
অপেক্ষার দিন শেষ! বৃষ্টি বৃষ্টি করে আর বোধ হয় হা পিত্তেশ করতে হবে না। পঞ্চায়েত ভোটের গণনার শেষ হতেই বদলে গেছে আবাহাওয়ার মুড। কোথাও তুমুল বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি তো কোথাও আবার চাঁদি ফাটা তুমুল রোদ! এবার আবাহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস। মৌসম ভবন সূত্রে একটি বুলেটিন জারি করা হয়েছে, সেখানেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কিছুদিনের মধ্যে রাজ্যের আবাহাওয়া পাল্টে যেতে পারে। গরমের তেজ অনেকটাই কমবে। কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দু’দুটি সাইক্লোনিক সার্কুলেশন। যার জেরে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে। এটি দক্ষিণবঙ্গের জন্য বিরাট বড় সুখবর! আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন ইতিমধ্যেই সাইক্লোনিক সার্কুলেশন দুটি তৈরি হয়ে গেছে।
এদিকে সাইক্লোনিক সার্কুলেশনের পাশাপাশি চোখ রাঙ্গাচ্ছে আরও দুটি অ্যাকটিভ সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে ৷ যেগুলো ভারতের ম্যাপের উপরের দিকে অবস্থান করেছে। প্রথম সাইক্লোনিক সার্কুলেশনটি তৈরি হয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে৷ দ্বিতীয় সাইক্লোনিক সার্কুলেশনটি তৈরি হয়েছে হরিয়ানার ওপর৷ এর ফলে অনেকটাই বদলে যাবে দক্ষিণবঙ্গের আবাহাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পাতের পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। বিগত দিনগুলোর তুলনায়, বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতাই, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলী, নদীয়া, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই সাথে উত্তর বঙ্গেও তুমুল বৃষ্টি পাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই দার্জিলিং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
Leave a Reply