বীরভূমে অনুব্রতর দাঁত ভাঙ্গল বিজেপি! শক্তি বাড়িয়ে ফুলে ফেঁপে গেরুয়া শিবির, কেষ্ট গড়ে কোথায় কোথায় জিতল বিজেপি?

বীরভূমে অনুব্রতর দাঁত ভাঙ্গল বিজেপি! শক্তি বাড়িয়ে ফুলে ফেঁপে গেরুয়া শিবির, কেষ্ট গড়ে কোথায় কোথায় জিতল বিজেপি?

বীরভূমে অনুব্রতর
দাঁত ভাঙ্গল বিজেপি!

শক্তি বাড়িয়ে ফুলে ফেঁপে
গেরুয়া শিবির!

ফলাফল বেরোতেই
খুশিতে আত্মহারা
শুভেন্দু অধিকারী

কেষ্ট গড়ে
কোথায় কোথায় জিতল বিজেপি?
চমক ফলাফলে

বেরিয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের ফলাফল। রাজ্য জুড়ে সবুজ আবিরের ছড়াছড়ি। জয়জয়কার তৃণমূলের। তবে বিভিন্ন জায়গায় হৈ হুল্লোড় শুরু হলেও, বীরভূমে কার্যত কালি পড়েছে ঘাসফুল শিবিরে। এই প্রথমবার অনুব্রতর অনুপস্থিতিতে ভোট হল বীরভূমে। ভোটের রেজাল্ট বেরোতে না বেরোতেই ভিমরি খাওয়ার অবস্থা। অনুব্রতর খাস তালুকে রাজত্ব করতে শুরু করেছে বিজেপি। ভোটের ফলাফল বেরোতেই স্পষ্ট অনুমান। এবারের পঞ্চায়েত ভোটে, বীরভূমের মোট ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭টি তে ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির। বাম কংগ্রেস জোটের পর শক্তি বাড়ল বিজেপির। বীরভূমে তৃণমূল জয় পেয়েছে ১৩৯টি পঞ্চায়েতে।

এক নজরে দেখুন বীরভূমে কোথায় কোথায় ঘাঁটি গেড়েছে বিজেপি-

খয়রাশোল ব্লকের লোকপুর গ্রাম পঞ্চায়েত

ময়ুরিশ্বেরি ব্লকের মল্লারপুর গ্রাম পঞ্চায়েত

মোহাম্মদপুর বাজার ব্লকের কাপিস্তা গ্রাম পঞ্চায়েত

মোহাম্মদপুর বাজার ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েত

রামপুর হাট ব্লকের খাস্তিগারা গ্রাম পঞ্চায়েত

সান্থিয়া ব্লকের দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েত

সিউরি ব্লকের খড়দিয়া গ্রাম পঞ্চায়েত

বীরভূমে নির্বাচনী ফলাফল দেখেই প্রশ্ন উঠছে তবে কি অনুব্রত না থাকায় কাল হল তৃণমূলের! যেখানে অনুব্রত থাকা কালীন একটা ভোট এদিক ওদিক হত না, সেখানে এই বছরের ভোটে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বিরোধীরা। স্বাভাবিকভাবেই বিরোধীদের এই জয়লাভের কিছুটা হলেও চাপে পড়েছে শাসকদল।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *