মামারবাড়িতে হেরে গেল মমতা, দুটি আসনেই বড় জয় বিজেপির

মামারবাড়িতে হেরে গেল মমতা, দুটি আসনেই বড় জয় বিজেপির

মামারবাড়িতে হেরে গেল মমতা
দুটি আসনেই বড় জয় বিজেপির

আনন্দে আত্মহারা গেরুয়া পার্টি
চুপটি করে দাঁড়িয়ে ঘাসফুল শিবির!

নিজের মামার বাড়িতেই ধরাশায়ী হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রাম, এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর মামার বাড়ি। ছোট বেলায় প্রায়শই মামার বাড়ি যেতেন মমতা। বছর তিনেক মামার বাড়িতেই কাটান তিনি। কুসুম্বা গ্রামে এখনও মুখে মুখে ঘোরে, মমতা ব্যানার্জির মামার বাড়ির গল্প। মুখ্যমন্ত্রীর মুখেও বহুবার শোনা গেছে মামারবাড়ির কথা। মামার বাড়ির এলাকায় ভালোই কদর রয়েছে মমতার। তবে কদর থাকলেও মামার বাড়িতে কার্যত মুখ থুবড়ে পড়লেন। কুসুম্বা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ৩টি আসনের মধ্যে ২টি আসনেই জিতেছে বিজেপি। একটিতে তৃণমূল!

মমতার মামার বাড়ির গ্রামে ৩১ ও ৩২ নম্বর সংসদে জিতেছে বিজেপি। হেরেছে তৃণমূল প্রার্থীরা। ৩১ নম্বর সংসদেই ভোট দেন মমতা ব্যানার্জির মামা অনিল মুখোপাধ্যায়। এই সংসদেই বিজেপি প্রার্থী অর্চনা হাজরাকে হারালেন তৃণমূল প্রার্থী সাথী লেটকে। অন্যদিকে ৩২ নম্বর সংসদে তৃণমূলের প্রার্থী গৌতম লেটকে হারিয়েছেন বিজেপির গঙ্গাধর হাজরা। এই দুই আসনে হেরে যায় তৃণমূল। তবে ১টি আসনে জিতে যায় তৃণমূল। এই আসনে প্রার্থী ছিলেন আদিত্য দত্ত। অনেক বছর ধরেই কুসুম্বা গ্রামের নির্বাচনী লড়াইয়ে ভালো ফল করতে ব্যর্থ তৃণমূল। ২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও কুসুম্বা গ্রামে হেরে যায় তৃণমূল। ভোটে জেতার লক্ষ্য নিয়ে কুসুম্বাতেও প্রচারে যান অভিষেক ব্যানার্জি। কিন্তু লাভের লাভ যে কিছুই হল না, বুঝিয়ে দিল ভোটের ফল।

শুধু কুসুম্বাতেই নয়, আরও অনেক বুথেই হেরেছে তৃণমূল। ভাঙড়েও জয়ের মুখ দেখেনি ঘাসফুল শিবির। সেখানে আইএসএফ জোটের কাছে হেরেছে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ে তৃণমূলের অবস্থা খুবই শোচনীয়। তৃণমূলকে বেশ কঠিন লড়াই দিয়েছে বিরোধীরা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *