মহাদেবকে সন্তুষ্ট করার সুবর্ণ সুযোগ! বিরল কাকতালীয় যোগ শ্রাবণ মাসে, ১৯ বছর পর দুর্লভ সংযোগ, কৃপা পেতে মেনে চলুন সহজ ৫টি নিয়ম
মহাদেবকে সন্তুষ্ট করার
এটাই সুবর্ণ সুযোগ!
বিরল কাকতালীয় যোগ শ্রাবণ মাসে!
১৯ বছর পর দুর্লভ সংযোগ!
ভক্তিভরে পুজো করলে
প্রচণ্ড সন্তুষ্ট হবেন ভোলা নাথ!
কীভাবে করবেন শিবলিঙ্গের অভিষেক?
মেনে চলুন ৫টি নিয়ম!
ঝরে পড়বে আশীর্বাদ!
হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অনেক। যে কোনও সনাতনীদের কাছে এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রাবণ মাস মানেই শিব সাধনার মাস। এই মাসে ভক্তি ভরে মহাদেবকে ডাকলে, দেবাদিদেব তুষ্ট হন। তাই তো শিবভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, এই মাসটির জন্য। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার যদি উপোস করে বাবা ভোলানাথের মাথায় জল ঢালা যায়, তাহলে বিশেষ উপকার পাওয়া যায়। চলতি বছরের শ্রাবণ মাসে বিশেষ একটি কাকতালীয় যোগ রয়েছে। জ্যোতিষ শাস্ত্রে এই বছরের শ্রাবণ মাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ১৯ বছর পর একটি দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে ২০২৩ সালের শ্রাবণ মাসে। এই বছর শ্রাবণ মাস থাকছে টানা ২ মাস। অন্যান্য বছর এমনটা হয় না। অর্থাৎ দু মাস মহাদেবকে সন্তুষ্ট করার সময় পাবে শৈব ভক্তরা। ৩০ দিনের বদলে ৫৯ দিন থাকবে শ্রাবণ মাস। এই বছর শ্রাবণ মাস শুরু হয়েছে ৪ জুলাই। শেষ হবে ৩১ অগাস্ট। এই দু মাসে মোট আটটি শ্রাবণ সোমবার পাওয়া যাবে। আট সোমবার ধরে মহাদেবের নামে উপবাস ও জলাভিষেক করতে পারবেন শৈব ভক্তরা। যারা বলেন মনের ইচ্ছে পূরণ হয় না। তারা এই সুযোগটি হাত ছাড়া না করে, বিশেষ কিছু নিয়ম মেনে মহাদেবকে সন্তুষ্ট করুন।
দেখুন কি কি করবেন-
১.এই মাসে শিবকে পঞ্চামৃত অর্পণ করে অভিষেক করুন। এতে মহাদেব খুশি হন।
২. পারলে এই মাসের প্রত্যেক সোমবার উপবাস করুন।
৩. অবশ্যই পুজোতে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। সেই সাথেই সম্ভব হলে রুদ্রাক্ষ ধারণ করুন।
কি কি করা থেকে বিরত থাকবেন-
১. এই মাসে নিরামিষ আহার করুন। মাছ, মাংস বাদ রাখুন।
২. নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখুন।
৩ কাউকে কষ্ট না দিয়ে কাজ করুন।
Leave a Reply