Title : ইলন মাস্কের দাদাগিরি কমিয়ে দিল জুকেরবার্গ, হু হু করে সবাই ইন্সটল করছে টুইটারের বিকল্প থ্রেডস
ইলন মাস্কের দাদাগিরি কমাতে
মাঠে নামলো মার্ক জুকেরবার্গ!
টুইটার পাখির ডানা ছাঁটতে
দিয়ে দিল বড়সড় হুমকি
নিয়ে এলো দুর্ধর্ষ এপস থ্রেডস
টুইটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী
২৪ ঘণ্টাতেই রেজিস্টার
৩ কোটি ইউজার
কি আছে এই নতুন এপসে?
কেন এত শক্তিশালী?
কেন সবাই হু হু করে ইন্সটল
করছে এই এপস ?
সময় যত এগোচ্ছে ততই যেন বাড়ছে ইলন মাস্কের বিপদ। কিছুদিন আগেই টুইটার নিয়ে বেজায় ঝামেলায় পড়েন ইলন মাস্ক। সেই সমস্যা থেকে পরিত্রাণ পেলেও, আবারও টুইটারের কপালে শনির দশা দেখতে পাচ্ছেন তিনি। এবার ইলন মাস্কের পেছনে পড়েছেন মার্ক জুকেরবারগ। ইলনের টুইটারকে টক্কর দিতে জুকেরবারগ নিয়ে এলো নতুন একটি সামাজিক মাধ্যম। ফেসবুক,ইনস্টাগ্রামের পর এবার এলো ‘থ্রেডস’। ইতিমধ্যেই বিতর্কের মাত্রা ছাড়িয়েছে এই এপসটি। নতুন এই এপসটিকে টুইটারের থেকেও বেশি শক্তিশালী মনে করা হচ্ছে।
থ্রেডস এপসটি ঠিক কি?
এটি ব্যবহার করা খুব সহজ। এর জন্য প্রথমে লাগবে একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট । এরপরেই আপনি থ্রেডস এপে যোগ দিতে পারবেন। কারণ এপসটিতে লগ ইন করতে হলে আপনার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দরকার। পোস্ট কারা কারা দেখতে পারবে, কারা পারবে না সেটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে ইউজার। ইউজার চাইলেই কাউকে ব্লক করতে পারবে, ফলোও করতে পারবে। থ্রেডস ব্যবহারকারীরা নিজেরদের ওয়ালে পোস্টও করতে পারবে। এই এপসটি চালু করার কয়েক ঘণ্টার মধ্যে যোগ দিয়েছে প্রায়ই তিন কোটিরও বেশি মানুষ। এখনও ১০০ কোটি ব্যবহারকারী পাওয়ার প্রত্যাশা করছে জুকেরবারগ। তবে এই এপসটি সম্পূর্ণ ভাবে ইনস্টাগ্রামের সাথে সম্পর্কিত। তাই ইনস্টাগ্রামে বন্ধ হলে এই এপসটিও বন্ধ হয়ে যাবে।
টুইটার এবং থ্রেডসের মধ্যে প্রধান পার্থক্যঃ-
এক, থ্রেডসে, একজন ব্যবহারকারী অসংখ্য পোস্ট দেখতে পারবেন। অন্যদিকে টুইটারে একজন ইউজার ৫০০ এর বেশি পোস্ট দেখতে পারবেন না।
দুই, থ্রেডসে পোস্ট লেখার পর ড্রাফট করার সুযোগ নেই। যা টুইটারে রয়েছে।
কেন এই এপসটি ইলন মাস্কের জন্য ক্ষতিকারক?
তার কারণ সম্প্রতি বিভিন্ন কারণে টুইটারের জনপ্রিয়তা কমেছে। একদিকে কর্মী ছাঁটাই, অন্যদিকে টুইটারের নিরাপত্তা প্রশ্নের মুখে। এছাড়াও রয়েছে ঘন ঘন টুইটারের নিয়ম বদল। সব মিলিয়ে টুইটারকে কেন্দ্র করে বেজায় অসন্তুষ্ট ইউজাররা। অনেকেই টুইটারের বিকল্প খুঁজছেন। এই সময় দাঁড়িয়ে গ্রাহকদের কাছে বিকল্প হয়ে উঠেছে থ্রেডস। টুইটারের প্রতি একরাশ বিরক্তি থেকেই থ্রেডসকেই ভরসা করছেন অনেকেই। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে, মাস্ককে কোণঠাসা করতে চাইছেন জুকেরবারগ। তেমনটাই মনে করছেন বিশিষ্টরা।
Leave a Reply