মোট কত টাকার মালিক নুসরাত জাহান? অভিনেত্রী থেকে সাংসদ হতেই বেড়েছে সম্পত্তি, বিলাসবহুল বাংলো, চার চাকার BMW, প্রকাশ্যে সম্পত্তির পরিমাণ

মোট কত টাকার মালিক নুসরাত জাহান? অভিনেত্রী থেকে সাংসদ হতেই বেড়েছে সম্পত্তি, বিলাসবহুল বাংলো, চার চাকার BMW, প্রকাশ্যে সম্পত্তির পরিমাণ

কত টাকার মালিক নুসরাত জাহান?
অভিনেত্রী থেকে সাংসদ হতেই
ফুলে ফেঁপে সম্পত্তি!

বিলাসবহুল বাংলো!
চার চাকার BMW!

ঘন ঘন বিদেশ যাত্রা!
লাখ লাখ টাকার শপিং!

জুতো থেকে চশমা
সবই নামী দামী ব্র্যান্ডের!

কোথায় পান এত টাকা?
কীভাবে করেন ইনকাম?

টলিউডের অন্যতম লাস্যময়ী অভিনেত্রী নুসরাত জাহান। যার রুপ আর গুণ দুটোই নজরকাড়া। বরাবরই থাকেন শিরোনামে। কাজ ও ব্যক্তিগত জীবন এই দুই কারণেই আগাগোঁড়া আলোচনার পাত্রী তিনি। শুধু অভিনেত্রীই নন। নাম লিখিয়েছনে রাজনীতিতেও। ২০১৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। অনেক ব্যায়বহুল জীবন যাপনে অভ্যস্থ এই নায়িকা সাংসদ। শপিং করেন বিদেশ থেকে। কেনাকাটা করতে মাসে ১২ বারেরও বেশি যান দেশের বাইরে। ব্র্যান্ডেড জামা কাপড় ছাড়া ছাড়া, পড়েন না অন্য কোনও পোশাক। বাড়ি থেকে গাড়ি সবেতেই আভিজাত্যের ছোঁয়া। নায়িকা সাংসদের সম্পত্তির তালিকা মাথা ঘুরিয়ে দেবে আপনার। ২০১৯ সালে লোকসভার সাংসদ হিসেবে মনোনয়পত্র জমা দেওয়ার সময় নিজেই সামনে এনেছেন সম্পত্তির পরিমাণ।

নুসরাতের ব্যাংকিং হিসেব –

এক, ব্যাঙ্ক ডিপোজিট- ৩০ লাখ টাকা

দুই, বিমা- ২.৫ লাখের কাছাকাছি

তিন, ব্যাংকে নগদ- ৫ লাখ

নুসরাতের বাড়ি ও গাড়ি-

এক, কলকাতার বালিগঞ্জে রয়েছে একটি বিলাসবহুল বাংলো। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এছাড়াও নুসরাতের নামে রয়েছে আরও অনেক সম্পত্তি।

দুই, ২টি নামী ব্র্যান্ডের গাড়ি রয়েছে । একটি BMW5। অন্যটিও বেশ বিলাসবহুল ও দামী ব্র্যান্ডের।

গয়নাগাটি-

সোনা ও হিরের গহনা- ৪৫০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

ইনকাম ট্যাক্সের হিসেব-

২০১৭-১৮ অর্থবর্ষে প্রায় ২৫ লাখ টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন সাংসদ নুসরাত।

লোন-

হোম লোন ও কার লোন বাবদ প্রায় ১.৭৮ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে নুসরাতের উপর।

উপার্জনের উৎস-

কোটি কোটি টাকার সম্পত্তি কীভাবে বানালেন, কোথা থেকে পেলেন এত টাকা! উত্তরে তিনি নিজের অভিনয় পেশার কথা উল্লেখ করেন। নুসরাত জানান অভিনয় বাবদ বছরে ৫ লক্ষ টাকা উপার্জন হয় তার।

ক্রাইম রেকর্ডস-

নুসরাতের বিরুদ্ধে কোনও ক্রাইম রেকর্ডস পাওয়া যায়নি। তবে সাংসদ হিসেবে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ। এই নিয়ে বিস্তর অভিযোগ নুসরাতের বিরুদ্ধে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *