নরেন্দ্র মোদীকে বড়সড় টক্কর মমতার! মোদির চির শত্রু সাকেত গোখলেকে বানাল রাজ্য সভার সদস্য, মমতার কাণ্ডে বিস্তর হৈ চৈ

নরেন্দ্র মোদীকে বড়সড় টক্কর মমতার! মোদির চির শত্রু সাকেত গোখলেকে বানাল রাজ্য সভার সদস্য, মমতার কাণ্ডে বিস্তর হৈ চৈ

মোদীকে বড়সড়
টক্কর মমতার!

তৃণমূলের একটি চালে
ঘুম উড়ল কেন্দ্রের!

মোদির চির শত্রু সাকেত গোখলেকে
বানাল রাজ্য সভার সদস্য!

মমতার কাণ্ডে বিস্তর হৈ চৈ!
কে এই সাকেত গোখলে?

এখনও পঞ্চায়েত নির্বাচনের রেশ কাটেনি, তারই মধ্যে হাজির নয়া চমক। এই নতুন চমকটি প্রকাশ্যে এনেছে, মমতা ব্যানার্জি। এমন চমক যা ঘুম কেড়েছে নরেন্দ্র মোদীর। সামনেই রাজ্য সভার নির্বাচন। তাই পঞ্চায়েত নির্বাচনের মাঝেই, মুখ্যমন্ত্রীকে রাজ্যসভা নিয়েও ভাবতে হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই এবার রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূ। যা দেখে রীতিমত ঘুম উড়েছে কেন্দ্র সরকারের। তালিকায় বিরাট বড় চমক। তালিকায় রয়েছে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের নাম৷ যাকে মোদীর বড় শত্রু হিসেবে মানা হয়। হঠাৎ সাকেত গোখলের নাম দেখে শোর গোল পড়েছে রাজ্য রাজনীতির অন্দর মহলে।

রাজ্য সভার নির্বাচন ২৪ জুলাই। কাকে বাদ দিয়ে কাকে প্রার্থী করা হবে, সেই নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলেছে তৃণমূলের অন্দরে। কুণাল ঘোষও নিজেকে রাজ্য সভার উপযুক্ত বলে দাবি করেছেন। তবে তিনি ঠাঁই পাননি। এই বছর রাজ্য সভার নির্বাচন হবে ষষ্ট আসনে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া পেজে রাজ্যসভার ৬ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে ৷ তালিকায় সাকেত গোখলের পাশাপাশি থাকছে আরও দুটি নতুন নাম। সমিরুল ইসলাম ৷ বাংলা সাংস্কৃতিক মঞ্চের সভাপতি ৷ আরেকজন প্রকাশ চিক বড়াইক, যিনি আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি৷ বাকি তিন সদস্যের তালিকায় রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় এবং দোলা সেন ৷ তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান সাংসদ সুস্মিতা দেব এবং শান্তা ছেত্রী ।

তবে এই সবের মাঝেই রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে সাখেত গোখলে। তৃণমূলের মুখপাত্র হিসেবে বেশ নাম ডাক রয়েছে তার। তবে নানান অভিযোগ আর কুকীর্তির জেরে বহুবার শ্রীঘরে গেছেন সাখেত। আর্থিক তছরুপের অভিযোগে দীর্ঘদিন গুজরাটে বহুদিন জেল খেটেছেন সাখেত গোখলে। অবশ্য সে সব অভিযোগ উড়িয়ে এবার নতুন করে রাজ্য সভায় নেতৃত্ব দেওয়ার পথে এগোচ্ছেন সাখেত।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *