শীঘ্রই পশ্চিমবঙ্গে ছেয়ে যাবে বর্ষা, কমে যাবে গরম! আচমকা পাল্টাবে আবাহাওয়া, তোলপাড় করা রিপোর্ট

শীঘ্রই পশ্চিমবঙ্গে ছেয়ে যাবে বর্ষা, কমে যাবে গরম! আচমকা পাল্টাবে আবাহাওয়া, তোলপাড় করা রিপোর্ট

শীঘ্রই পশ্চিমবঙ্গে ছেয়ে যাবে বর্ষা
কমবে গরমের দাপট!

উত্তরের ৩ জেলায় লাল সতর্কতা!
দক্ষিণে বজ্রবিদ্যুৎ এর তাণ্ডব!

আচমকা পাল্টাবে আবাহাওয়া!
তোলপাড় করা রিপোর্ট!

কখনও রোদ, কখনও বৃষ্টি! ফলে লাফিয়ে বাড়ছে গরমের তেজ। তারই উপর ভ্যাপসা গরম আর দর দর ঘামে বেজায় অস্বস্তিতে আমজনতা। তাও আবার এক এক জায়গায় এক এক রকম আবাহাওয়া। দক্ষিণে বৃষ্টি, উত্তরে তুমুল বর্ষণ! বেজায় বিরক্ত আমজনতা। কত দিন এমনটা চলবে এই নিয়েই উঠছে প্রশ্ন! কলকাতার আবাহাওয়াও খুব একটা সুবিধের নয়। কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও, সেভাবে স্বস্তিদায়ক বৃষ্টির লেশমাত্র চিহ্ন নেই। এই পরিস্থিতিতে, বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি পড়বে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা কম।

দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হবে। অস্বস্তিকর গরম বাড়বে। ঘামচটা গরমে শহরবাসীর নাভিশ্বাস অবস্থা হবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই অঞ্চলগুলোতে অত্যাধিক বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কিছু দিনের মধ্যে কলকাতা ও তার আশে পাশের অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমবে। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির মাঝামাঝি থাকার সম্ভাবনা বেশি। তবে এর পর শীঘ্রই বর্ষার আগমন ঘটবে।

এদিকে উল্টো চিত্র উত্তরবঙ্গে। সেখানে জারি হয়েছে লাল সতর্কতা। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৫ টি জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা ও দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পঙে অত্যাধিক বৃষ্টিপাত হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *