সারারাত বাথরুমের কমোডে রসুন রাখলে সকালে কি হয় জানেন? যা উপকার পাবেন, বিশ্বাসই হবে না
সারারাত বাথরুমের কমোডে
রসুন রাখলে সকালে কি হয় জানেন?
এক টুকরো রসুনেই
পাল্টে যাবে আস্ত কমোড!
চেনাই যাবে না!
কমে যাবে খাটুনি
দুটি পদ্ধতিতে কমোডে রাখুন রসুন
যা উপকার পাবেন
বিশ্বাসই হবে না
কষা মাংস হোক মাছ, কয়েক টুকরো রসুন না দিলে স্বাদ ঠিক জমে না। শুধুই কি মাছ, মাংস যে কোনও বাহারি পদেই রসুনের ব্যবহার অব্যর্থ। এছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধেও রসুনের উপকারিতা অনেক। বাতের ব্যথা, সর্দি – কাশি কমানো ইত্যাদি নানা ভাবে রসুনকে আমরা ব্যবহার করি। রসুনের এই সমস্ত ব্যবহার তো সকলেই জানেন, কিন্তু যেটি অনেকেই জানেন না সেটি হল, বাথরুমেও রসুনকে দারুণভাবে কাজে লাগানো যায়। এক টুকরো রসুন আপনার বাথরুমের কি পরিবর্তন ঘটাতে পারে তা না জানলে আপনার বিশ্বাসই হবে না। আগের দিন সামান্য কিছু রসুন যদি আপনি আপনার বাথরুমের কমোডে রেখে দেন, তার পর দিন যা আপনি দেখবেন তা হয়ত কল্পনাও করতে পারেবন না।
বাথরুমের সবচেয়ে ব্যবহৃত একটি প্লেস কমোড। এখানেই বাসা বাঁধে সবচেয়ে বেশি জীবাণু। তাই এটিকে পরিষ্কার রাখা আমাদের কর্তব্য। সপ্তাহে ১ দিন হলেও আমরা প্রত্যেকেই কমোড পরিষ্কার করে থাকি। কিন্তু কমোড পরিষ্কার করার পরেও অনেক সময় কমোডের দুর্গন্ধ, গ্যাস দূর হয় না। বাজারের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে সাফ করলেও কাজ হয় না। কমোডের হলদেটে দাগ থেকেই যায়। এখান থেকেই রোগ বালাইয়ের উপদ্রব বেড়ে যায় বহুগুণ। মল, মূত্র ত্যাগের পর ফ্ল্যাশ করলেই কমোড পরিষ্কার হয়ে যায় না। ভালো করে কমোড পরিষ্কার না করলেই, কমোডের জীবাণু থেকে আপনিও অসুস্থ হয়ে পড়তে পারেন। আর এখানেই কাজ করবে রসুন। এর সাহয্যে আপনি ঘরোয়া উপায়ে কমোড কিংবা বাংলার প্যান সহজে পরিষ্কার করতে পারবেন। আমরা আপনাকে দুটি উপায় জানাব। যা ম্যাজিকের মত কাজ করবে। এই দুটি পদ্ধতি অনুসরণ করলেই আপনার বাথরুম হবে ঝকঝকে পরিষ্কার ও সুগন্ধ ময়।
প্রথম পদ্ধতিঃ প্রথম টোটকাটি ব্যবহার করবেন রাতের বেলা। কারণ রাতের বেল কমোড কম ব্যবহৃত হয়। ফলে বাথরুম অনেকক্ষণ অব্যবহৃত থাকে। তাই আগের দিন রাতের বেলা কমোডে কিংবা বাংলা প্যানে এক কোয়া রসুন ফেলে দিন। ভুলেও কিন্তু ফ্ল্যাশ করবেন না। সারা রাত এই রসুন আপনার কমোডের সমস্ত ব্যাকটেরিয়া শোষণ করে নেবে। রসুনে অ্যালিসিন নামক একটি পদার্থ থাকে। যা ফলে রসুন থেকে গন্ধ বের হয়। এই উপাদানটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। যা বাথরুমের জীবাণুকে নাশ করে।
দ্বিতীয় পদ্ধতিঃ এই পদ্ধতির মাধ্যমে কমোডে থাকা যাবতীয় দাগ ছোপ আপনি সহজেই দূর করতে পারবেন। অনেকেই কমোডের হলদেটে দাগ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। পাছে বাড়ির অতিথিরা কমোড ব্যবহার করতে গিয়ে এই দাগ দেখে ফেলে সেই চিন্তাও অনেকেরই মাথায় ঘোরে। তার জন্য সেরা সমাধান রসুন। এর জন্য প্রথমে একটি পাত্রে কিছুটা রসুন কুছি নিন। এরপর একটি পাত্রে সেই জল ঢেলে ঠাণ্ডা করে নিন। এরপর সেই জল পেনে ঢেলে দিন। সারারাত এভাবেই রেখে দিন। সকালে উঠে ম্যাজিক দেখুন। সপ্তাহে দুবার করে এই পদ্ধতি প্রয়োগ করুন। নিমেষে দূর হবে কমোডের গন্ধ থেকে হলদেটে দাগ।
Leave a Reply