ভোটের কালি কেন সহজে মুছে না? কী দিয়ে তৈরি হয় এই কালি? কারা বানায়?
ভোটের কালি কেন সহজে মুছে না?
একবার লাগালেই থেকে যায় ১ মাস!
চট করে ওঠে না
ঘষলেও যায় না
এই কালি তৈরি করে ১টি মাত্র সংস্থা
আর কেউ পারে না
কী দিয়ে তৈরি হয় এই কালি?
কারা বানায়?
ভোটের কালির অজানা ৫টি তথ্য
শুনলে চমকে যাবেন
আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক। ভোট দেওয়া আমাদের কর্তব্য। আর ভোট দিলেই আঙ্গুলে পড়ে কালির দাগ। এই কালির দাগই ভোট দেওয়ার প্রমাণ। যারা ভোট দিয়েছেন তাদের প্রত্যেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। মূলত হাতের তর্জনী আঙ্গুলে এই কালির দাগ দেওয়া হয়। এটি যে সে কালির দাগ নয়। সহজে ওঠে না এই দাগ। একবার লাগলেই কমপক্ষে এক সপ্তাহ সময় লাগে এই দাগ তুলতে। সাবান থেকে রিমুভার কোনও ভাবেই আপনি এই দাগ তুলতে পারবেন না। একে ‘ইনডেলিবেল ইনক’ বলা হয়।
কিছুতেই কেন এই কালির দাগ ওঠে না, এই নিয়ে অনেকেরই কৌতূহল। এই কালি শুধুমাত্র ভোটের সময় আঙ্গুলে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। অন্য কোথাও এই কালি ব্যবহৃত হয় না। এমনকি খোলা বাজারেও আপনি এই কালি কিনতে পারবেন না। এটি বিশেষভাবে তৈরি একটি কালি। এই কালি তৈরিতে বিশেষ ফর্মুলা ব্যবহৃত হয়। ঠিক কি কি ফর্মুলা দিয়ে এই কালি তৈরি হয় সেটা গোপন রাখা হয়। তবে গোপন থাকলেও তথ্য সূত্রে এই কালি তৈরির উপাদান সম্পর্কে জানা গেছে।
উপাদানগুলো কি কি-
এক, এই কালি তৈরির প্রধান উপাদান দুটি – সিলভার নাইট্রেট এবং ডিস্টিল ওয়াটার।
দুই, এই মিশ্রনটির সাথে জল ও এলকোহলেরও একটি গভীর সম্পর্ক থাকে।
আঙ্গুলে লাগলে কেন ওঠানো যায় না এই কালি?
এই কালির মধ্যে থাকা সিলভার নাইট্রেট চামড়ায় লাগলে, চামড়ায় থাকা প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে দাগ ফেলে দেয়। এই দাগ খুবই শক্তিশালী হয় যা সহজে ওঠে না। সূর্যের আলোতে এই দাগ আরও বেশি গভীর হয়ে ওঠে।
এই দাগ তোলার উপায়ঃ-
এই দাগ তোলার উপায় নেই এমনটা নয়। ভোট দিতে যাওয়ার আগে আপনি হাতে ট্রান্সপারেন্ট কোনও নেল পলিশ লাগিয়ে নিন। তার উপর এই দাগ পড়লে সহজেই উঠিয়ে ফেলা সম্ভব। এছাড়াও ভোটের কালির দাগ সহজে তোলা যায় দূর্বা ঘাসের রস দিয়ে।
কোথায় তৈরি হয় ভোটের কালি?
এই কালি বানায় কেবল একটি সংস্থা। আর কোনও সংস্থাকে এই অধিকার দেওয়া হয়নি। সংস্থাটির নাম ‘মাইসোর পেন্টস এন্ড বার্নিশ লিমিটেড’। শুধুমাত্র এরাই এই কালি তৈরির অনুমতি পেয়েছে। ১৯৬২ সালে এই সংস্থাটিকে ভোটের কালি তৈরির অনুমতি দেওয়া হয়। ভারত ছাড়াও নেপাল, আমেরিকা, পাকিস্তান, ডেনমার্ক এবং তুরস্কের মত ২৫ টি দেশের জন্যও ভোটের কালি বানায় এই সংস্থা ।
Leave a Reply