যত দোষ নন্দ ঘোষ! টুইট করেই বিপাকে কুণাল ঘোষ, টিমসির কুকীর্তি না দেখেই, কেন্দ্রকে দোষারোপ
যত দোষ নন্দ ঘোষ!
টুইট করেই বিপাকে কুণাল ঘোষ!
ভোট লুঠ, ভোট চুরি
সবেতেই তৃণমূল!
সে সব না দেখেই
কেন্দ্রকে দোষারোপ!
ঠিক কি টুইট করেছেন
কুণাল ঘোষ?
গ্রামবাংলা জুড়ে শুরু হয়েছে, পঞ্চায়েত নির্বাচন। পুরভোটকে কেন্দ্র করেই সকাল থেকে আসছে উত্তেজনার খবর। মানুষ যে সুষ্ঠুভাবে ভোট দেবে সেই উপায় নেই। চারিদিকে উত্তপ্ত পরিস্থিতি। বুথ দখলের লড়াইয়ে মেতেছে শাসক ও বিরোধীদের একাংশ। ভোট পর্বের শুরু থেকেই আসছে লাগাতার অশান্তির খবর। কোথাও শান্তিপূর্ণ ভোট হচ্ছে এমন খবর খুব কম শোনা যাচ্ছে। কানে আসছে কেবলই বিক্ষিপ্ত অশান্তির খবর। কখনও বিজেপি আঙ্গুল তুলছে তৃণমূলের দিকে, তো কখনও আবার তৃণমূল আঙ্গুল তুলছে বিজেপির দিকে। ইতিমধ্যেই প্রাণহানি, হাতাহাতি, গোষ্ঠী দন্দের ঘটনা সামনে এসেছে। তৃণমূলের ছেলেরা ছাপ্পা ভোট দিয়েছে এমন তথ্য প্রকাশ্যে এসেছে। এই অশান্তির আবহেই বড়সড় টুইট করে বসলেন কুণাল ঘোষ। যে টুইটে তোপ দাগলেন কেন্দ্রীয় বাহিনীকে। প্রশ্ন তুললেন, অশান্তি থামানোর জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, কোথায় গেল কেন্দ্রীয় বাহিনী? প্রশ্ন কুণাল ঘোষের!
টুইটে ঠিক কী লিখেছেন কুণাল ঘোষ?
‘শিউরে ওঠার মতো একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনায় ভোটারদের মধ্যে শকওয়েভ কাজ করছে। রেজিনগর, তুফানগঞ্জ, খড়গ্রামে তিনজন দলীয় কর্মী প্রাণ হারান। ডোমকলে দুই তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন।’
এখানেই থেমে থাকেননি, কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, এত কড়া ব্যবস্থা করেও কেন নিরাপত্তা নিশ্চিত করা গেল না! তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস আগেই জানিয়েছে, রাজ্য পুলিশ এবং ভিন রাজ্যের পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচন করা হোক । কিন্তু তৃণমূলের কথা না শুনেই, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানো হচ্ছে। তৃণমূলের উপর ভরসা করেনি কেউ। কিন্তু এর ফল কি হচ্ছে , হুঙ্কার ছাড়েন কুণাল ঘোষ। তিনি বলেন কেন্দ্রীয় বাহিনীদের দেখে গ্রাম বাংলার মানুষের মধ্যে মধ্যে ভয় কাজ করছে। বাহিনীর লোকজন দেখে মানুষ আতঙ্কিত। কুণাল ঘোষের দাবি, তৃণমূল প্রথম থেকেই চেয়েছে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হোক কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেই পরিকল্পনা নষ্ট করেছে। কুণাল ঘোষের টুইটের প্রতিটা লাইনে আঙ্গুল উঠেছে কেন্দ্রীয় বাহিনীর দিকে। এদিকে কুণাল ঘোষের টুইট দেখে পাল্টা কুণাল ঘোষকেই কটাক্ষ করছেন বিরোধীদের অনেকেই। কারণ যেখানে রাজ্য জুড়ে তৃণমূলের কর্মীরা ভোট কেন্দ্রে দাঙ্গার পরিবেশ তৈরি করে বেড়াচ্ছে, সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের এই টুইট একেবারেই বেমানান দাবি বিশিষ্টদের।
Leave a Reply