জানেন কে এই কুন্তল ঘোষ? মোট কত টাকার মালিক তিনি? ২০১৬-তে তৃণমূলে যোগদান, রকেট গতিতে উত্থান

জানেন কে এই কুন্তল ঘোষ? মোট কত টাকার মালিক তিনি? ২০১৬-তে তৃণমূলে যোগদান, রকেট গতিতে উত্থান

জানেন কে এই কুন্তল ঘোষ?
মোট কত টাকার মালিক তিনি?

পড়াশুনোয় লবডঙ্কা!
২০১৬-তে তৃণমূলে যোগদান!
রকেট গতিতে উত্থান!

হয়ে ওঠেন প্রভাবশালী নেতা!
পেয়ে যান যুব নেতার দায়িত্ব!
এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে?

নিয়োগ দুর্নীতি কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ এলেই উঠে আসছে একটি নাম কুন্তল ঘোষ। হুগলির যুব তৃণমূল নেতা, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। বর্তমানে কোনও পদই আর নেই। যা পদ ছিল, সমস্ত পদ থেকেই বহিষ্কৃত কুন্তল। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। তৃণমূলের যুবনেতা হয়েও কালে ভদ্রে কখনও শোনা যায়নি কুন্তল ঘোষের নাম। কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ড সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলছে এই মানুষটি।

কে এই কুন্তল ঘোষ?

কুন্তল ঘোষ শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের ধাওয়াপাড়া এলাকার বাসিন্দা। ছোট থেকে বেড়ে উঠেছেন রাজনীতিতে সরব একটি পরিবার থেকে। বাবা বাবা স্বপন ঘোষ ছিলেন বলাগড় এলাকায় প্রভাবশালী সিপিএম নেতা। বাম জমানায় পঞ্চায়েত প্রধানের দায়িত্বও পালন করেছেন তিনি। কিন্তু ছেলে কুন্তল নাম লেখান তৃণমূলে। ধীরে ধীরে তৃণমূলের ভাবধারায় দীক্ষিত হয়ে ওঠেন তিনি।

শিক্ষাগত যোগ্যতাঃ

পড়াশুনো বেশি দূর করতে পারেনি কুন্তল। প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েছেন, বলাগড়ের ভবানীপুর চর প্রাথমিক বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার পর বেশিদূর পড়াশোনা করতে পারেনি। এমনকী তিনি স্নাতকও সম্পন্ন করতে পারেননি।

স্থানীয়দের চোখে কুন্তলঃ

এক, কুন্তল বলাগড়ের বাসিন্দা হলেও বেশিরভাগ সময়ই থাকত তাঁর কলকাতার ফ্ল্যাটে। কলকাতায় অনেক সম্পত্তি আছে বলেও শোনেন প্রতিবেশীরা।

দুই, কুন্তলের প্রথম ব্যবসা ২০১১ সালে। হুগলির ধনেখালিতে একটি বি.এড কলেজে অংশীদারিত্বে ব্যবসা শুরু করে কুন্তল। তখন রাজনীতির ময়দানে সেভাবে দেখা যেত না তাঁকে।

তিন, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় ডাকাপুকো নেতা হয়ে ওঠেন কুন্তল। সে বছর বলাগড় বিধানসভা এলাকায় তৃনমূলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় কুন্তলকে।

চার, সেই বছরই, হঠাৎ করেই রাজ্য যুব তৃণমূলের সম্পাদকের দায়িত্ব পান। শাসক দলের নেতা হওয়ার পাশাপাশি রাজ্যের হ্যান্ডবল এ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পেয়ে যায় কুন্তল।

পাঁচ, ধীরে ধীরে প্রভাবশালী হতে শুরু করে । ত্রিপুরায় তৃণমূলের একাধিক দলীয় কর্মসূচিতে শাসকদলের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বলেও জানা যায়।

ছয়, স্থানীয় বাসিন্দাদের মতে, কুন্তল নিজের এলাকায় খুব একটা না এলেও স্থানীয় বাসিন্দাদের তিনি যথা সাধ্য আর্থিকভাবে সাহায্য করতেন।

কুন্তল ঘোষের সম্পত্তিঃ

কুন্তলের সম্পত্তি কত সেই নিয়ে এখনও পর্যন্ত সঠিক কোনও তথ্য আসেনি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়ানোর পর থেকে কুন্তলের মোট সম্পত্তির দিকেই নজর রেখে তন্দত আধিকারিকেরা। যেহেতু কুন্তলের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া সম্ভব হচ্ছে না, তাই এই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *