পঞ্চায়েতে রাজ্যের একমাত্র এই জেলাতে থাকবে না কোনও কেন্দ্রীয় বাহিনী, নাম জানলে অবাক হবেন

পঞ্চায়েতে রাজ্যের একমাত্র এই জেলাতেই থাকছে না কোনও কেন্দ্রীয় বাহিনী, কারণ জানলে অবাক হবেন

প্রকাশ্যে এল পঞ্চায়েত ভোটে
জেলায় জেলায় বাহিনীর সংখ্যা!

বাহিনীর তালিকায় মারাত্মক
মারাত্মক রদবদল

সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন
৩ জেলায়

তবে একটি বাহিনীও থাকছে না
শুধুমাত্র ১টি জেলায়

কেউ বিশ্বাসই করতে পারছেন না
এই রিপোর্ট

আর মাত্র কিছুক্ষণ। এরপর সেই মাহেন্দ্রক্ষণ! যার জন্য এতদিনের অপেক্ষা। একেবারে দোড় গোড়ায় সেই পঞ্চায়েত ভোট। যাকে কেন্দ্র করে শাসক আর বিরোধী দলের এত রেষারেষি। কত কাণ্ডই না হল। শুধুমাত্র শান্তিপূর্ণ ভাবে ভোট পরিচালনার জন্য। চলতি বছরের পঞ্চায়েত ভোটের হাঙ্গামা অন্যান্য বারের তুলনায় অনেক বেশি হয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অবশেষে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই সম্পন্ন হচ্ছে গ্রামবাংলার ভোট। সেই সাথেই প্রকাশ্যে এসেছে জেলাভিত্তিক কোন জায়গায় কত বাহিনী মোতায়েন থাকবে তার হিসেবও। হিসেব দেখলে চমকে যাবে। কারণ রাজ্যের প্রত্যেক জেলায় বাহিনী মোতায়েন হয়েছে। শুধুমাত্র একটি জেলা ছাড়া। যা প্রকাশ্যে আসতেই হৈ চৈ পড়েছে। কোথায় আছে এমন শান্তি পূর্ণ জেলা! যেখানে একটিও বাহিনীর দরকার পড়ছে না। তালিকা দেখলেই জানতে পারবেন-

১, মুর্শিদাবাদঃ রাজ্যের সমস্ত জেলাগুলির মধ্যে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদে। এখানে ৪৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। কারণ এই জেলাকে সবচেয়ে বেশি স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে।

২, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরঃ এখানে মোট ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এখানে ভোটের সময় অশান্তি হওয়ার আতঙ্কে বেশি সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে।

৩, উত্তর ২৪ পরগনাঃ ৩৫ কোম্পানি।

৪, পূর্ব বর্ধমানেঃ ৩৩ কোম্পানি।

৫, নদিয়ায়ঃ ৩১ কোম্পানি।

৬, মালদাঃ ৩০ কোম্পানি।

৭, দক্ষিণ ২৪ পরগনাঃ ৩০ কোম্পানি ।

৮, কোচবিহার ও হুগলিঃ ২৮ কোম্পানি।

৯, কালিম্পঙঃ একমাত্র এখানেই কোনও কেন্দ্রীয় বাহিনী থাকছে না । কোনও বাহিনী ছাড়া ভোট হবে এখানে। কারণ এই পাহাড়ি এলাকাকে শান্তিপূর্ণ এলাকা বলেই মনে করছে সব মহল।

ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক তরফে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। এরপর থেকেই একে একে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছনো শুরু হয়ে গেছে। এখন অপেক্ষা কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ২০২৩ সালের পঞ্চায়েত ভোট কতটা শান্তিপূর্ণ হয় সেটা দেখার।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *