পঞ্চায়েত ভোটে কেমন থাকবে বাংলার আবাহাওয়া? চাঁদিফাটা রোদ নাকি তুমুল বৃষ্টি? লেটেস্ট আপডেট জানাল আবহাওয়া দফতর

পঞ্চায়েত ভোটে কেমন থাকবে বাংলার আবাহাওয়া? চাঁদিফাটা রোদ নাকি তুমুল বৃষ্টি? লেটেস্ট আপডেট জানিয়ে দিল আবহাওয়া দফতর

পঞ্চায়েত ভোটে কেমন থাকবে
বাংলার আবাহাওয়া?
চাঁদিফাটা রোদ নাকি তুমুল বৃষ্টি?

ঝড় বাদলে ভাসবে!
নাকি দরদরিয়ে ঘামবে!

কোন জেলার কি পরিস্থিতি!
লেটেস্ট আপডেট জানাল
আবহাওয়া দফতর

রাত পোহালেই পঞ্চায়েত ভোট। ভোটের দিন আবাহাওয়া কেমন থাকবে, সেই নিয়ে চিন্তায় রাজ্যবাসী। ঝড় বৃষ্টিতে পণ্ড হবে না তো ভোট, নাকি কড়া রোদে চাঁদি ফাটিয়ে দাঁড়াতে হবে ভোটের লাইনে? আকাশের অবস্থা দেখে এমনই দোটানায় পড়েছে রাজ্যবাসী। কারণ কখনও মেঘ কখনও বৃষ্টি! ছাতা কি সঙ্গে নেবে নাকি বাড়ি রেখে যাবে বোঝার উপায় নেই! এবার সমস্ত প্রশ্নের উত্তর জানিয়ে দিল হাওয়া অফিস।

ভোটের দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। আমজনতার ভোগান্তি বাড়বে। উত্তরবঙ্গের ৫ জেলায় আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে পরবর্তীতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে তুলনামুলক কম বৃষ্টি হবে।
মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হবে। উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভোটের পর পর বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা থাকছে। আলিপুর এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে। অন্যান্য জেলাগুলিতেও হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কোথাও কোনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন আবাহাওয়া ঠাণ্ডা থাকবে। তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে গরমের দাবদাহ থাকবে না। ভোটের দিন কলকাতা শহরের আবাহাওয়া খুব গরম থাকবে। চড়া রোদ উঠবে। দু-এক পশলা বৃষ্টি হবে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। আবাহাওয়া কেমন থাকব সে না হয় জানা গেল, তবে ভোটের উত্তেজনা কতটা বাড়বে বা কমবে সেই নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *