নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত সহবাসের অভিযোগ! থানায় হাজির তরুণী, অভিযোগ মারাত্মক

নওশাদের বিরুদ্ধে সহবাসের অভিযোগকারিনী তৃণমূলের নেত্রী! সামনে এলো বিস্ফোরক তথ্য, মুখ খুললেন ভাঙরের বিধায়ক

নওশাদের বিরুদ্ধে
সহবাসের অভিযোগকারিনী
তৃণমূলের নেত্রী!

শাসক দলের ঘনিষ্ঠ!
কাজ করেন
রেশন ডিলারদের সাথে!

তবে কি ফাঁসানোর চেষ্টা
ভাঙরের বিধায়ককে!

সামনে এলো বিস্ফোরক তথ্য!
মুখ খুললেন ভাঙরের বিধায়ক

নারী ঘটিত কেসে জড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। নওশাদের বিরুদ্ধে উঠে এলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। অভিযোগ সামনে আসতেই শোরগোল বঙ্গ রাজনীতিতে! কারণ এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোচিত একটি নাম নওশাদ। অল্প সময়ে জনপ্রিয়তা পেয়ে ছাপিয়ে গেছে বড় বড় নেতা নেত্রীদের। তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসায় স্বাভাবিকভাবে একটা চাপান উতর তৈরি হয়েছে।

নওশাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠেছে?

আইএসএফ বিধায়কের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগটি সামনে এনেছেন বিমানবন্দর থানা এলাকার এক তরুণী। যিনি সেখানকারই বাসিন্দা। তিনি দাবি করেন নওশাদ তাঁকে বিয়ে করার কথা দিয়ে, দিনের পর দিন স্বামী স্ত্রীর মত থাকেন। কিন্তু পরবর্তীতে নওশাদ সেই কথা রাখেননি। এমনকি নওশাদ নাকি ওই তরুণীর গায়ে হাতও তোলেন। এমন অভিযোগ নিয়েই নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের করেন ওই তরুণী। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। নওশাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বলেন-

‘সংখ্যালঘু এই তরুণী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। শিক্ষিত পরিবারের সদস্য। তরুণীর বক্তব্য দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে শারীরিক ও মানসিক সম্পর্ক স্থাপন করেন। এমনকী বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওই তরুণী রক্ষণশীল পরিবারের সদস্য। সেই কারণে অভিযোগ জানতে সংকোচ বোধ করছিল। মানবিকতার খাতিরে
ওঁর পাশে দাঁড়ানো হয়েছে।’

নওশাদের বিরুদ্ধে সহবাসের অভিযোগকারিনীর পরিচয় ফাঁসঃ-

এই সমস্ত কাণ্ডের মধ্যেই প্রকাশে এসেছে, নওশাদের বিরুদ্ধে অভিযোগ আনা তরুণীর পরিচয়। তিনি মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল নেত্রী। ডোমকল শহর কমিটির অন‌্যতম সাধারণ সম্পাদক ওই তরুণী। শাসক দলের পদেও রয়েছেন। অভিযোগকারিনীর ‘রাজনৈতিক পরিচয়’ সামনে আসতেই জোরালো হয় চক্রান্তের সন্দেহ! তরুণীকে যখন জিজ্ঞাসা করা হয়, কীভাবে কখন নওশাদের সাথে তার পরিচয়, এত ঘটনা কবে ঘটল- কিছুই বলতে পারেননি তিনি। উত্তরে জানান, যা জিজ্ঞাসা করার নওশাদের কাছ থেকে জেনে নিতে। অভিযোগ নিয়ে মুখ খোলেন নওশাদ। গোটাটাই চক্রান্ত দাবি করে অভিযোগ নস্যাৎ করেন আইএসএফ বিধায়ক। রাজ্যের শাসক দল তাঁকে রুখতে এই নয়া টোটকা বানিয়েছে বলে জানান তিনি।

নওশাদ বলেন-

‘ আমি রাজনীতি করতে এসেছি। রাজনীতি আসার আগে থেকেই জানি, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হবে। তাই এসবের জন্য প্রস্তুত আছি। ‘

একই সাথে তিনি আরও বলেন, ওই তরুনী একা যাননি অভিযোগ জানাতে। তৃণমূল নেতা সব্যসাচী দত্তর সঙ্গে থানায় অভিযোগ করতে আসেন ওই তরুণী। কে কি করতে চাইছেন তিনি ভালো মত টের পাচ্ছেন। ভোটের মুখে নারী সংক্রান্ত কেসে তৃণমূলের চক্রান্ত দেখছেন আইএসএফ নেতা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *