তৃণমূলের ৮০% নেতা যোগ দেবেন বিজেপিতে! ভোটের আগেই দলবদলের গন্ধ, শুভেন্দুর দাবিতে কপালে হাত মমতার
তৃণমূলের ৮০% নেতা
যোগ দেবেন বিজেপিতে!
ভোটের আগেই দলবদলের গন্ধ!
শুভেন্দুর দাবিতে
কপালে হাত মমতার!
ঘুম উড়েছে তৃণমূলের!
শাসকদলের ঘাড়ে
নিশ্বাস ফেলছে বিজেপি!
উত্তেজনা টান টান!
বঙ্গ রাজনীতিতে দীর্ঘদিনের একটি পুরনো খেলা- রাজনৈতিক নেতা নেত্রীদের দল বদল! এই দল বদল শুধুমাত্র খেলাই নয়, কাটমানির মত এটিও একটি শিল্পে পরিণত হয়েছে। শাসক দল থেকে বিরোধী দল, কেউ বাদ নেই এই খেলা থেকে। এবার এই দলবদল নিয়েই বড়সড় মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দীর্ঘদিন ধরেই বলে আসছেন, রাজ্যের লোকসভা ভোটে তাদের দলের আসন-সংখ্যা বাড়লে চোখের নিমেষে পড়ে যাবে মমতা ব্যানার্জির সরকার। শুধুমাত্র শুভেন্দুই নন, বিজেপি নেতাদের মুখে প্রায়শই শোনা গেছে এই বাণী। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার যা বললেন শুভেন্দু তাতে কার্যত ঘুম উড়েছে তৃণমূলের। বলা যায় আতঙ্কে ঘাম ছুটেছে শাসক শিবিরের।
সম্প্রতি পঞ্চায়েত ভোটের প্রচারে, নদিয়ার চাকদহে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে সকলকে জোট বাঁধার ডাক দেন। সেখানেই বলে বসেন-
( লেখায় দেখাবে )
‘এই সরকারের ৮০% লোক আমার সঙ্গে যোগাযোগ রাখছে।’
অর্থাৎ তার দাবি, তৃণমূলের ৮০ শতাংশ সদস্য শুভেন্দুর সাথে যোগাযোগ রাখছেন। তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে ইচ্ছুক। মন্তব্যে এমনটাই ইঙ্গিত শুভেন্দুর। হঠাৎ কেন এমন মন্তব্য করছে রাজ্যের বিরোধী শিবির! রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির একটি হিসেব আছে। সেটি হল, বিজেপির বিশ্বাস পঞ্চায়েতে যদি সুষ্ঠু ভোট হয় সেক্ষেত্রে শাসক দল ভাল রকম ধাক্কা খাবে। যার প্রভাব পরের বছর লোকসভা নির্বাচনেও পড়বে। এই চিন্তা করেই, শাসক শিবিরের অনেকেই রং বদলাবে! তবে এই অঙ্ক কতটা মিলবে, সেটা সময় বলবে।
এদিকে শুভেন্দু অধিকারীর মন্তব্য শুনে পাল্টা তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি আবার পাল্টা দাবি করছেন-
‘বিজেপিরই ৯৯% নেতা-কর্মী শুভেন্দুকে পছন্দ করেন না! তাঁদের সঙ্গে ওঁর কোনও যোগাযোগও নেই। তৃণমূল জিতবে, পঞ্চায়েত গড়বে। মানুষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখেন। যাঁরা হেরে যাবে, তাঁদের সঙ্গে মানুষ যোগাযোগ রাখতে যাবেন কেন?’
রাজনৈতিক নেতা নেত্রীর এই তরজা চলতেই থাকবে। তবে কে কোন দলে যোগ দেবে, কার মন কখন বদলাবে সেটা সময়ের গর্ভেই জমা থাকল।
Leave a Reply