শক্তি বাড়িয়ে চোখ রাঙ্গাচ্ছে ভয়ংকর ঘূর্ণিঝড়! ২৪ ঘণ্টার মধ্যেই চালাবে তাণ্ডব, বিপদ সংকেতের মুখে দুই রাজ্যে
শক্তি বাড়িয়ে চোখ রাঙ্গাচ্ছে
ভয়ংকর ঘূর্ণিঝড়!
২৪ ঘণ্টার মধ্যেই চালাবে তাণ্ডব!
ক্রমশ ধারণ করবে বিধ্বংসী রুপ!
টানা ২ দিন ধরে চলবে তুমুল বৃষ্টিপাত!
বিপদ সংকেতের মুখে দুই রাজ্যে!
কতটা প্রভাবিত হবে পশ্চিমবঙ্গ?
বিপদের পর বিপদ! ঘনিয়ে আসছে আরও একটি প্রাকৃতিক দুর্যোগ। মোকা, বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই, আবারও বঙ্গোপসাগরে চোখ রাঙ্গাচ্ছে ভয়ংকর ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টির নাড়ি নক্ষত্র জানা যায় নি। একবার তৈরি হলে বিশাল তাণ্ডব চালাবে। তবে চলতি মাসেই এই ঘূর্ণিঝড়ের দাপটে তৈরি হবে বিশালাকার সাইক্লোন। আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম কি হবে সেটি ঘোষণা হয়নি। তবে বঙ্গোপোসাগর এবং আরব সাগরে এর পরবর্তী যে ঘূর্ণিঝড় তৈরি হবে, তার নাম হবে তেজ। নামকরণ করেছে ভারত। এদিকে বঙ্গোপসাগরে ফুলে ফেঁপে উঠেছে আসন্ন ঘূর্ণিঝড়টি। এমনকি একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। ফলে আগামী পাঁচদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়। যে কারণে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে। আগামী ৫দিন এই জেলাগুলিতে ভারী থেক অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্ধ্র প্রদেশের পাশাপাশি, ওডিশার উপকূলবর্তী এলাকাগুলোতেও চলবে এক নাগারে বৃষ্টিপাত।
চলতি বছর গোটা ভারতেই বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম। কারণ বর্ষা এই বছর খুব কম শক্তিশালী। তেমন বৃষ্টিই হয়নি। তারই মধ্যে পর পর ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টি আসার রাস্তাও বন্ধ হয়ে গেছে। ওডিশাতেও চলতি বছর বৃষ্টির পরিমাণ অনেক কম। তবে এই ঘূর্ণিঝড়টি হয়ে গেলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাতেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। ধীরে ধীরে বাংলাতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। ফলস্বরূপ ঠাণ্ডা হবে বাংলার আবাহাওয়া।
Leave a Reply