মাত্র ৫ মিনিটে দেখুন সায়নী ঘোষের নজরকাড়া ৫টি পলিটিক্যাল লুকস! কখনও মমতাকে কপি, কখনও আবার সাদ্ধি মায়ের বেশ, কীভাবে হলেন লাস্যময়ী অভিনেত্রী থেকে রাজনৈতিক আইকন?

মাত্র ৫ মিনিটে দেখুন সায়নী ঘোষের নজরকাড়া ৫টি পলিটিক্যাল লুকস! কখনও মমতাকে কপি, কখনও আবার সাদ্ধি মায়ের বেশ, কীভাবে হলেন লাস্যময়ী অভিনেত্রী থেকে রাজনৈতিক আইকন?

মাত্র ৫ মিনিটে দেখুন সায়নী ঘোষের
নজরকাড়া ৫টি পলিটিক্যাল লুকস

কখনও মমতাকে কপি করে
পরনে সাদা শাড়ি!

কখনও সাদ্বি মা সেজে
কপালে বড় বড় টিপ!

রাতারাতি লাস্যময়ী অভিনেত্রী থেকে
পুরোদস্তুর রাজনৈতিক আইকন!
দেখুন এক নজরে

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির আতসকাচে সায়নী ঘোষ। ২০২১ সালে তৃণমূলে যোগ দিয়েই রাতারাটি পাল্টে যায় সায়নী। হয়ে ওঠেন পুরোদস্তুর নেত্রী। সায়নীর নেত্রী হয়ে ওঠার গল্প হার মানাবে সিনেমাকেও। কখনও তাকে দেখা গেছে মমতার মত সাদা শাড়িতে, আবারও কখন স্টাইলিশ, বোল্ড লুকে। অভিনয় জগৎ থেকে অনেকেই তো এসেছেন রাজনীতির আঙ্গিনায়। মিমি, নুসরাত, কৌশিকি আরও অনেকেই আছেন। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী। নিজেকে নেত্রী হিসেবে তৈরি করতে সমস্ত রকম বেশভূষণ ধারন করেছেন তিনি। বলা যায় রাজনীতিতে আসার পর থেকেই বদলে যায় সায়নী। এক নজরে দেখুন রাজনীতির ময়দানে সায়নীর সেরা ৫টি লুকস-

মমতাকে নকলঃ-

সায়নী দেখতে যেমন সুন্দর, তেমনি সুন্দর তার বাচনভঙ্গি। এই দুইয়ের গুনেই রাজনীতির ময়দানে রাতারাতি ছাপ ফেলেন সায়নী। একই সাথেই তৃণমূলের যোগ দেওয়ার পর থেকেই সায়নীর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে তাঁকে মমতা ব্যানার্জির মত সাদা শাড়িতে বেশি দেখা গেছে। অনেকেই বলেছেন তিনি মুখ্যমন্ত্রীকে নকল করার চেষ্টা করেন। তবে শাড়ি পড়লেও, হাওয়াই চটি পড়তে দেখা যায়নি সায়নীকে।

চুল বাঁধার স্টাইলে পরিবর্তনঃ-

রাজনীতির প্রাঙ্গনে সময়ের সাথে সাথে পরিণত হয়েছে সায়নী ঘোষ। ধীরে ধীরে যেমন পোশাক বদলেছেন, তারই সাথে সাথে পাল্টেছেন চুল বাঁধার খোঁপা। যে সায়নী এক সময় টেনে খোঁপা বাঁধত, ছোট ছোট চুল রাখত, ফ্যশনেবল
হেয়ার কালার করে ঘুরে বেড়াত, সেই সায়নী চুলের সমস্ত স্টাইল ছেড়ে দিয়ে, সাধারণ একটি খোঁপা করতে শুরু করেন। তাও আবার সায়নীর খোঁপা বাঁধার একটা সিগনেচার স্টাইল লক্ষ্য করা যায়। একেবারে টেনে, পনিটেল খোঁপা। একটা চুলও বেরোয় না সেই খোঁপা থেকে।

হালকা মেকাআপ ও কুর্তিঃ-

রাজনীতিতে আসার পর থেকেই সায়নীকে শাড়ি ছাড়া অন্য কিছুতে তেমন দেখা যায়নি। তবে মাঝে মাঝে কুর্তি পড়েও দেখা গেছে তাঁকে। সঙ্গে হালকা মেকাআপও রাখেন নেত্রী। মেকাআপের মধ্যে সানস্ক্রিন ক্রিমই বেশি ব্যবহার করেন। সঙ্গে চোখ জুড়ে ঘন কালো কাজল। সঙ্গে সূর্যের তেজ থেকে বাঁচতে, চোখে রাখেন বড় সাইজের সানগ্লাস।

সাদ্ধি মায়ের লুকসঃ-

সায়নীর জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পেছনে সবচেয়ে বেশি কাজ করেছে সায়নীর সাদ্ধি মায়ের লুকস। অনেকেই বলেন সায়নীর এই লুকস মমতা ব্যানার্জির লুকসকেও নাকি ছাপিয়ে যায়। এই লুকসে সায়নী চুড়িদার পড়ে, গলায় স্কার্ফ ঝুলিয়ে নেয়, সেই সাথে থাকে পনিটেল হেয়ার। তৃণমূলের প্রচার সভা থেকে শুরু করে যাবতীয় দলীয় মিটিং সর্বত্র এই রুপেই ধরা দেন সায়নী।

কপালে বড় টিপঃ-

রাজনীতির ময়দানে সায়নীর লুকস সত্যিই আইকনে পরিণত হয়েছে। বিশেষ করে সায়নীর কপাল জুড়ে বড় টিপ, অনেকের কাছে নতুন ফ্যাশন। সায়নীকে প্রায়শই দেখা গিয়েছে, শাড়ি, কুর্তা, জিন্সের সঙ্গে কপালে বড় টিপ পড়তে। বাংলার তরুণীদের মধ্যে যথেষ্ট ছাপ রেখছে সায়নীর টিপ চর্চা। রুপা গাঙ্গুলিও সায়নীর মত করেই নিজের লুকস তৈরি করতে চেয়েছেন কিন্তু পারেননি। এই দিক থেকে সফল সায়নী।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *