বড়সড় খেল দেখাবে আবাহাওয়া! সপ্তাহান্তেই তোলপাড় হবে আকাশ, প্রবল বৃষ্টিতে ঠাণ্ডা হবে রাজ্যের ৫ জেলা, তোলপাড় করা আবহাওয়ার আপডেট

বড়সড় খেল দেখাবে আবাহাওয়া! সপ্তাহান্তেই তোলপাড় হবে আকাশ, প্রবল বৃষ্টিতে ঠাণ্ডা হবে রাজ্যের ৫ জেলা, তোলপাড় করা আবহাওয়ার আপডেট

বড়সড় খেল দেখাবে আবাহাওয়া!
সপ্তাহান্তেই তোলপাড় হবে আকাশ!

রোদ, গরম, অস্বস্তি !
দূর হবে নিমেষে!

প্রবল বৃষ্টিতে ঠাণ্ডা হবে
রাজ্যের ৫ জেলা

তোলপাড় করা
আবহাওয়ার আপডেট

বর্ষার উপর আর ভরসা নেই রাজ্যবাসীর। কারণ,বর্ষাকাল চলে এলেও বর্ষার আর দেখা নেই। অনেকেই আশা ছেড়ে দিয়েছেন। ভাবছেন এই বছর আর বর্ষা আসবে না। ছিটে ফোঁটা বৃষ্টিরও দেখা নেই ! উল্টে অল্প অল্প বৃষ্টিতে ওষ্ঠাগত রাজ্যবাসীর প্রাণ। কবে ঠিক ঠাক ভাবে বর্ষা শুরু হবে, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে সেই দিকেই কার্যত তাকিয়ে আছে আমজনতা। তবে চিন্তার কিছুই নেই। আবাহাওয়া নিয়ে বিরাট বড় আপডেট জানিয়ে দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহের মধ্যেই মুড বদলাবে আবাহাওয়ার। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহেই রাজ্যের আবাহাওয়া ব্যাপক পাল্টাবে। ভ্যাপসা গরম উধাও হবে রাতারতি। রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কেমন হবে সেই নিয়ে এখনও কিছুই জানা যায়নি ।

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ কমবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম থাকবে। যে কারণে দক্ষিণবঙ্গবাসীদের কিছুটা হলেও ভুগতে হবে। তবে এখানেও আশার আলো দেখাচ্ছে হাওয়া অফিস। সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতার আবাহাওয়া ধীরে ধীরে মনোরম হবে। অনেকটাই ঠাণ্ডা থাকবে। মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। একই সাথে কয়েক পশলা বৃষ্টি হবে। তবে এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনাও রয়েছে।

আজকের আবাহাওয়া অনেকটাই শীতল থাকবে। অন্যান্য দিনের তুলনায় গরমের তেজ অনেকটাই কমবে। তবে হাওয়ায় আদ্রতা বেশি থাকবে। এর ফলে ঘামচটা অস্বস্তি থাকবে। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী। সরবচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রী।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *