দেউলিয়া অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা! করুণ দশা বাপ মেয়ের, মামলার খরচ জোগাতে করলেন বিশাল বড় দাবি, মাথায় হাত ED-র
দেউলিয়া অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা!
তিহার জেলে করুণ দশা বাপ মেয়ের!
হাতে নেই সামান্য কানা-কড়ি!
মুখ ফিরিয়েছেন আত্মীয়রাও!
লড়তে পারছেন না মামলা!
শেষমেশ টাকা জোগাড় করতে
আদালতে ঘটালেন বিশাল বড় কাণ্ড!
মাথায় হাত ED-র!
গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরেই তিহাড় বন্দি বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডল।অবশ্য জেল খানার অন্দরে মন ঠিকছে না বাবা মেয়ের। দীর্ঘদিন ধরেই নানা ভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেল থেকে বেরোনোর। অবশ্য নানা কারণ দেখিয়ে, কাকু মিনতি করেও ছাড়া পাননি কেউ। তবে থেমে নেই। এবার আরও বড় কারণ দেখিয়ে জেল থেকে বেরোতে চাইছেন কেষ্ট কন্যা। কারণ হল গরু পাচারের কাণ্ডের মামলা চালানোর টাকা নেই কেষ্ট কন্যার। আইনি লড়াইয়ের জন্য হাতে আর একটিও টাকা নেই এই যুক্তিতেই ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুকন্যা। রাউজ অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন সুকন্যা।
জামিনে আবেদন চেয়ে, সুকন্যা জানান- গরু পাচারের মামলা লড়ার জন্য, আরও অনেক টাকার প্রয়োজন। তাই নিজের আইনি লড়াই চালাতে অর্থ উপার্জনের জন্য, জেলের বাইরে বেরোতে চান তিনি। আবেদন
পত্রে সুকন্যা আরও জানান, যেহেতু তার সমস্ত সম্পত্তি বর্তমানে ইডির হেফাজতে তাই তিনি কার্যত ‘কপর্দকশূন্য’। ফলে নিজের আইনজীবীদের ‘ফি’ জোগাতেও তিনি অক্ষম। তিনি আরও বলেন, ভবিষ্যতে মামলা চালানোর জন্য বা কোনও নামী আইনজীবীকে নিয়োগ করার জন্যও তার হাতে পর্যাপ্ত টাকা নেই। অতএব অবিলম্বে জামিনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে কেষ্ট কন্যা। সুকন্যা আরও জানান বাবা কেষ্ট মণ্ডলও জেলে থাকায়, কোনও আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ঘনিষ্ঠরা কেউ সাহায্য করছে না। নিজের অসহায় বলে দাবি করেছেন সুকন্যা। অর্থ সংগ্রহের জন্য ৬ সপ্তাহের জন্য জেলের বাইরে বেরোতে চান কেষ্ট কন্যা। তিনি এমনটাও জানিয়েছেন, আদালত তার অনুরোধ ভেবে দেখলে, তিনি আদালতের সমস্ত নিয়ম মেনে চলবেন।
সুকন্যার আবেদনের বিষয়বস্তু খতিয়ে দেখে, রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ সিবিআই বিচারক রঘুবীর সিংকে নোটিস দিয়ে তলব করেছেন। আগামী ১০ জুলাই সুকন্যার আবেদনের শুনানি হবে। এখন দেখার অপেক্ষা ছাড় পাই কি না কেষ্ট কন্যা!
Leave a Reply