এমবিএ পরীক্ষায় ফেল অভিষেক ব্যানার্জি! বিস্ফোরক সোনালি গুহ, প্রকাশ্যে ভিডিও
এমবিএ পরীক্ষায় ফেল
অভিষেক ব্যানার্জি!
বিস্ফোরক সোনালি গুহ!
তৃণমূল সেনাপতির শিক্ষা নিয়ে
প্রশ্ন তুললেন মমতার প্রাক্তন ছায়াসঙ্গী!
বাস্তবে কতটুকু পড়েছেন অভিষেক?
কি কি পাস করেছেন?
প্রকাশ্যে সোনালি গুহের ভিডিও
এক সময় তিনি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডান হাত। প্রিয় পাত্রী। তাকে বলা হত, মমতার ছায়াসঙ্গী। দীর্ঘ ৩২ বছর দিদির সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। কিন্তু সেই সম্পর্কই ভেঙে যায় ২০২১ সালে। ছিটকে যান মমতার প্রিয় জনের তালিকা থেকে। তিনি আর কেউ নন, প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালি গুহ। যিনি মমতা ব্যানার্জির নাড়ি নক্ষত্র সব জানেন বলেই প্রায়শই দাবি করে থাকেন। বর্তমানে তিনি বিজেপিতে রয়েছেন। সম্প্রতি শাসক দলের বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অভিযোগ নিয়ে প্রায়শই সরব হতে দেখা যায় সোনালি গুহকে। মমতা থেকে অভিষেক কাউকেই তিনি ছাড়েন না কটাক্ষ করতে। এবার অভিষেক ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা নিয়ে উস্কে দিলেন বেশ কিছু প্রশ্ন। যা প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে ভাবাচ্ছে আমজনতাকে। প্রশ্ন দেখা দিচ্ছে অভিষেকের শিক্ষাগত যোগ্যতার সত্যতা নিয়ে।
অভিষেক ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমাদের সকলেরই একটি সাধারণ ধারণা রয়েছে। নির্বাচনী হলফনামায় স্পষ্ট করে নিজের এডুকেশন কোয়ালিফিকেশন যুক্ত করেন অভিষেক। সেখান থেকেই জানা যায়, তিনি উচ্চমাধ্যমিক দিয়েছেন এম.পি. বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। এরপর উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেন রাজধানী দিল্লী। সেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে বিবিএ পাশ করেন। এরপর, আরও এক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন এমবিএ। কিন্তু এগুলো কতটা সত্য? সেই প্রশ্নই এবার সামনে নিয়ে এলেন সোনালি গুহ। দিন কয়েক আগে ডি.এ আন্দোলনের মঞ্চ থেকে তিনি সাফ জানান, অভিষেক আদৌ এম বি এ পাস করেছে কি না সেই নিয়ে তিনি সন্ধিহান। তিনি নাকি শুনেছেন অভিষেক এম বি এ ফেল। শুধু তাই নয়, অভিষেক ব্যানার্জি যে আসলেই এম বি এ পাস করেছেন সেই প্রমাণও দেখানোর কথা বলেছেন সোনালি। ঠিক কি বলেছেন তিনি-
ফুটেজ……………………………………………………………………………
অভিষেককে ছোট্ট বেলা থেকে বড় হতে দেখেছেন সোনালি গুহ, বরাবরই এমনটাই জানিয়ে এসছেন তিনি। অভিষেককে ভালো করেই চেনেন সোনালি। ফলে তার মুখ থেকে এমন মন্তব্য শুনে সন্দেহ শুরু হয়েছে আমজনতার।
Leave a Reply