ভারতের পাঁচ পাঁচটি স্কুল ঠাঁই পেল পৃথিবীর সেরা ১০-এর তালিকায়! এমন এমন নাম উঠে এলো, যা ঘুণাক্ষরেও কেউ ভাবেনি, দেখুন চমকে দেওয়া লিস্ট
ভারতের পাঁচ পাঁচটি স্কুল ঠাঁই পেল
বিশ্বের সেরা ১০-এর তালিকায়!
এমন এমন নাম উঠে এলো
যা ঘুণাক্ষরেও কেউ ভাবেনি!
তালিকা দেখলে বিশ্বাসই হবে না!
রয়েছে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম?
কোথায় কোথায় আছে স্কুলগুলি?
তালিকায় পশ্চিমবঙ্গের কটা স্কুল রয়েছে?
দেখুন চমকে দেওয়া লিস্ট
ইংল্যান্ডে আয়োজিত হল বিশ্বের সেরা স্কুলের প্রতিযোগিতা। সেখানেই বিরাট বড় ছাপ রাখল ভারত। শুধু ছাপ নয়, ভারতের গর্ব করার মত ঘটনা ঘটেছে । বিশ্বমঞ্চে ভারতের নামে হাত তালি পড়ছে। বিশ্বের বাছাই করা সেরা দশটি স্কুলের মধ্যে জায়গা করে নিয়েছে ভারতের পাঁচটি স্কুল। যা নিয়ে রীতিমত উচ্ছ্বসিত সমস্ত ভারতবাসী। বিষয়টি উন্মাদনার বড় কারণ, অনেক বড় বড় স্কুলকে পেছনে ফেলে এত বড় অর্জন করেছে ভারত।
কিভাবে হলো এই মূল্যায়ন?
বিশ্বের বিভিন্ন স্কুলগুলোকে- কাঠামো, শিক্ষার মান, শিক্ষকদের যোগ্যতা, উদ্ভাবন শক্তি, প্রতিকূলতা কাটিয়ে ওঠার মানসিকতা, স্বাস্থ্যকর জীবন এই বিষয়গুলোর উপর ভাগ করা হয়। মোট ১০টি সেরা স্কুলকে বেছে নেওয়া হয়েছে। সেখানে ৫টি হচ্ছে আমাদের দেশের স্কুল। এক নজরে দেখুন তালিকায় কোন কোন স্কুল-
এক, ওবেরয় ইন্টারন্যাশনাল স্কুলঃ এটি মুম্বাইয়ের একটি স্বতন্ত্র আন্তর্জাতিক স্কুল। স্কুলটি তাদের আদর্শের জন্য সেরার তালিকায় উঠে আসে। স্কুলটির প্রধান উদ্দেশ্য ছাত্রছাত্রী ও আশেপাশের সম্প্রদায়ের কাছে আশা এবং সহানুভূতির বার্তা পৌঁছে দেওয়া।
দুই, রিভারসাইড স্কুলঃ গুজরাটের আহমেদাবাদের অবস্থিত একটি স্বতন্ত্র আন্তর্জাতিক স্কুল। উদ্ভাবন শক্তির জন্য এটি শ্রেষ্ঠ স্কুলের খেতাব অর্জন করে।
তিন, শিন্ডেওয়াড়ি মুম্বই পাবলিক স্কুলঃ লকডাউনের সময় এই স্কুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমকি লকডাউন পরবর্তী সময়েও ছাত্র ছাত্রী থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন মানুষের সুস্বাস্থ্যের জন্য কাজ করে এই স্কুল।
চার, নগর নিগম প্রতিভা বালিকা বিদ্যালয়ঃ এটি দিল্লিতে অবস্থিত। এই সরকারি স্কুলটি ‘কমিউনিটি কোলাবরেশন’-এ ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল করেছে। এর ফলে বর্তমানে বেশ নাম ডাক রয়েছে এই স্কুলের।
পাঁচ, স্নেহালয় ইংলিশ মিডিয়াম স্কুলঃ এটি মহারাষ্ট্রের আহমেদনগরের একটি দাতব্য বিদ্যালয়। শুধুমাত্র প্রতিকুলতা জয় করেই উঠে এসেছে বিশ্বের শ্রেষ্ঠ স্কুলের তালিকায়।
Leave a Reply