বাংলাদেশীদের মাথায় হাত, এক লাফে বাড়ল ভারতে আসার খরচ, যাত্রীদের পকেট কাটল সরকার
মাথায় হাত বাংলাদেশীদের!
এক লাফে বাড়ল ভারতে আসার খরচ!
যাত্রীদের পকেট কাটল সরকার!
মারাত্মক চাপে যাত্রীরা!
ধাক্কা খাচ্ছে চিকিৎসা থেকে বাণিজ্য পরিষেবা!
কোন পথে ভারত বাংলাদেশ সম্পর্ক?
ঠিক কত টাকা বেড়েছে
যাতায়াত খরচ?
ভারত বাংলাদেশ মানেই ভাই ভাই সম্পর্ক। দু দেশের জন্ম লগ্ন থেকেই বজায় রয়েছে মজবুত সম্পর্ক। আর হবে নাই বা কেন বলুন তো? ভারত ও বাংলাদেশ এরা একে অপরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। বলা হয়ে থাকে ভারতের গর্ভ থেকেই বাংলাদেশের জন্ম। ভারত ও বাংলাদেশের মানুষ একে অপরের উপর নির্ভরশীল। বাংলাদেশীরা যেমন, উন্নত চিকিৎসার জন্য ভারতে আসেন, ঠিক তেমনি, ব্যবসা কিংবা অন্যান্য কর্ম সূত্রে ভারতীয়রা বাংলাদেশে যান। কিন্তু এবার বোধ হয় ভারত বাংলাদেশ সম্পর্কে কিছু ভাটা পড়তে চলেছে। কারণ ভারত ও বাংলাদেশের তরফে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে এবার থেকে ভারত বাংলাদেশের যাত্রীদের মধ্যে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এই সিদ্ধান্ত দুটি সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের উপর।
১ম সিদ্ধান্তঃ-
এই সিদ্ধান্তটি অনেক দিন আগেই নেওয়া হয়েছে। ভারত থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে ভারত ভ্রমণের ক্ষেত্রে ট্রেনের ভাড়া কয়েকগুণ বাড়ানো হয়। বেশ ভালো রকমের বেড়েছে ট্রেন ভাড়া। বাংলাদেশ ও ভারতে যাতায়াতের ক্ষেত্রে অধিকাংশ মানুষের ভরসা- বন্ধন এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস অথবা মৈত্রী এক্সপ্রেস। ১ জুলাই থেকেই এই ট্রেনগুলোর টিকিট খরচ বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই কপালে হাত পড়েছে অধিকাংশ ভারত বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীদের।
২য় সিদ্ধান্তঃ-
১ম সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই, নেওয়া হল ২য় সিদ্ধান্ত। গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে এই সিদ্ধান্ত। এবার বাড়ানো হয়েছে ভ্রমণ কর। ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে, এই কর বৃদ্ধি করা হয়েছে যশোরের বেনাপোল বন্দরে। আগে এই পথ দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে, পাসপোর্ট ধারীদের কাছ থেকে ভ্রমণ কর হিসাবে নেওয়া হতো ৫০০ টাকা। পোর্ট ফি ৫২ টাকা। সব মিলিয়ে ৫৫২ টাকা। কিন্তু সেই করের অঙ্ক বাড়িয়ে এখন করা হয়েছে দ্বিগুণ। অর্থাৎ ১০৫২ টাকা। ১২ বছর পর্যন্ত ভ্রমণকারীদের অর্ধেক কর দিতে হবে। পাঁচ বছরের কম অথবা শারীরিক দিক দিয়ে যারা বিশেষভাবে সক্ষম কিংবা ক্যান্সার আক্রান্ত রোগীদের কোন কর দিতে হবে না।ইতিমধ্যেই চালু হয়েছে নতুন কর। বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাঙ্কের বুথে বর্ধিত হারে টাকা নেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে অনেকেই এই খরচ বৃদ্ধির জেরে নাজেহাল পরিস্থিতিতে পড়েছেন।
Leave a Reply