আচমকা পাল্টাবে আবাহাওয়া! আরও শক্তিশালী বর্ষা, জুলাইয়ে চলবে ঝড়-বৃষ্টির ডবল তাণ্ডব, গরম সরিয়ে ঝড় জলে ভাসবে ৫ জেলা
আচমকা পাল্টাবে আবাহাওয়া!
আরও বেশি শক্তিশালী বর্ষা!
জুলাইয়ে ঝড়-বৃষ্টির ডবল তাণ্ডব!
ঝেঁপে নামবে বৃষ্টি!
শেষ হবে গরমের দাপট!
ভ্যাপসা গরম সরিয়ে
ঝড় জলে ভাসবে ৫টি জেলা!
ধস-বন্যার আশঙ্কা!
তোলপাড় করা আবহাওয়া রিপোর্ট!
হঠাৎ করেই বেড়ে গেল পশ্চিমবঙ্গের তাপমাত্রা। দিন কয়েক আগে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে এলেও, আবারও ধীরে ধীরে বাড়ছে পারদ। আগের মত প্যাঁচপ্যাঁচে গরমে ক্লান্ত হয়ে পড়ছে রাজ্যবাসী। গত সপ্তাহে ফাটিয়ে
বৃষ্টি পড়লেও, হঠাৎই বৃষ্টির পরিমাণ কমতে কমতে তাপমাত্রা আবারও সেই সেঞ্চুরি ছুঁই ছুঁই। আবাহাওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে দুটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, সেখান থেকেই এই অবস্থা। তবে দুঃখের কিছুই নেই। সুখবর জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতি বেশিদিন থাকবে না। বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন কমে গেলেই, আবারও ঝম ঝম বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য। আবহাওয়া দফতরের বিশাল আপডেট জুলাই মাসেই চলবে ঝড় বৃষ্টির ব্যাট ব্যাটিং।
দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলো যথাক্রমে- বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া। চলতি সপ্তাহে পারদ বাড়লে, শীঘ্রই ঠাণ্ডা হবে জেলাগুলি। একই সাথে উত্তরবঙ্গেও চুটিয়ে বৃষ্টি হবে। সেই নিয়ে কোনও সন্দেহ নেই বলেই জানানো হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ৷ এই জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন থাকবে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে আপাতত আবাহাওয়ার সেভাবে কোনও পরিবর্তন হবে না। যে সব অঞ্চলে বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে, সেই সব জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ অতি বৃষ্টির কারণে বন্যা হওয়ারও আশঙ্কা রয়েছে।
অতএব বলাই যায়, এখন একটু গরম বাড়লে, শীঘ্রই পরিস্থিতি বদলে ঝেঁপে বৃষ্টি নামবে।
Leave a Reply