জানেন ভারতের কোন ধর্মের মানুষ সবথেকে বেশি ধনী? কোন ধর্মের মানুষ সবথেকে গরীব? তালিকায় বিরাট বড় চমক!

জানেন ভারতের কোন ধর্মের মানুষ সবথেকে বেশি ধনী? কোন ধর্মের মানুষ সবথেকে গরীব? তালিকায় বিরাট বড় চমক!

জানেন ভারতের কোন ধর্মের মানুষ
সবথেকে বেশি ধনী?
হিন্দু নাকি মুসলিম?

প্রকাশ্যে এলো বড়লোক ধর্মের নাম!
২০২৩ সালের তালিকায় বিরাট চমক!

১টি মাত্র ধর্ম সবচেয়ে ধনী
অনেক বেশি ইনকাম করে
এই ধর্মের মানুষ!

তাহলে সবচেয়ে গরীব ধর্ম কোনটি?
কেউ ঘুণাক্ষরেও ভাবেনি এই নাম!

ভারতে নানা ধর্মের মানুষের বাস। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ। মূলত এই ৫ ধর্মের প্রাধান্যই সবচেয়ে বেশি দেখা যায়। এদের মধ্যে সবচেয়ে ধনী ও সমৃদ্ধশালী কোন ধর্ম, অনেকেই এই বিষয়টি জানতে আগ্রহী। সম্প্রতি এই তথ্যই সামনে আনল ‘অল ইন্ডিয়া ডেবট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে’ এবং ‘পিরয়ডিক লেবার ফোর্স সার্ভে’ নামক দুটি সংস্থা। এই সংস্থা দুটির সমীক্ষা থেকে বেরিয়ে এসছে নজিরবিহীন তথ্য।

ভারতের সবথেকে গরীব হিসেবে উঠে এসেছে মুসলিম গোষ্ঠীর নাম। ভারতের অন্যান্য সম্প্রদায়ের চেয়েও সবচেয়ে দরিদ্র মুসলিমরা। তার কারণ হিসেবে দেখা যাচ্ছে, মুসলিমদের হাতে সম্পত্তির পরিমাণ অনেক কম। এছাড়াও এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পত্তি কেনার ক্ষমতা সবচেয়ে কম রয়েছে মুসলিমদের হাতে। ‘অল ইন্ডিয়া ডেবট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে’ এবং ‘পিরয়ডিক লেবার ফোর্স সার্ভে’-র রিপোর্ট অনুযায়ী, ভারতের সার্বিক গড়ের নিরিখে মুসলিমদের গড় ক্রয়ক্ষমতা ৮৭.৯ শতাংশ এবং গড় সম্পত্তির মূল্য ৭৯ শতাংশ। আর হিন্দুদের নিরিখে মুসলিমদের গড় সম্পত্তির মূল্য ৭৯.৩ শতাংশ এবং গড় ক্রয়ক্ষমতা ৮৭.৮ শতাংশ। মুসলিমরা কেন গরীব, তার আরও একটি কারণ দেখানো হয়েছে, ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত অন্যান্য ধর্মের চেয়েও, সবথেকে কম মাসিক মাথাপিছু ব্যয় করেছেন মুসলিমরা। অর্থাৎ হিসেবকষলে দেখা যাচ্ছে, মুসলিমদের মাসিক মাথাপিছু গড় খরচ মাত্র ২,১৭০ টাকা।

দেখে নিন, ধর্মের ভিত্তিতে মাসিক মাথাপিছু ব্যয়ের পরিসংখ্যান-

১) মুসলিম: ২,১৭০ টাকা।
২) হিন্দু: ২,৪৭০ টাকা।
৩) অন্যান্য সম্প্রদায়, অর্থাৎ যে সমস্ত ধর্মীয় গোষ্ঠীর মানুষের সংখ্যা এক শতাংশ বা তার কম তাদের: ২,৭৪৬ টাকা।
৪) খ্রিস্টান: ৩,১৯৪ টাকা।
৫) শিখ: ৩,৬২০ টাকা।

এদিকে বিভিন্ন ধর্মের মানুষের পরিবারপিছু য গড় যে সম্পদ রয়েছে, সেই তালিকাতেও একেবারে শেষে রয়েছেন মুসলিমরা-

১) ইসলাম: ১,৫৫৭,৬৩৮ টাকা।
২) হিন্দু: ১,৯৬৪,১৪৯ টাকা।
৩) খ্রিস্টান: ২,১৮৯,১৬০ টাকা।
৪) অন্যান্য: ২,২৯৫,৫৭৯ টাকা।
৫) শিখ: ৪,৭৭৭,৪৫৭ টাকা।

এই সংস্থা দুটির হিসেব অনুযায়ী, মুসলিমদের থেকেও বেশ ভালো অবস্থায় রয়েছে হিন্দুরা। হিন্দুদের ব্যায় মুসলিমদের তুলনায় অনেক কম। অন্যদিকে আয়ও অনেকটাই বেশি। অতএব মুসলিমদের টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে হিন্দুরা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *