মহাদেবের নিজের মুখে বলা একটি মন্ত্র! প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে জপ করুন, কেটে যাবে সমস্ত বিপদ

মহাদেবের নিজের মুখে বলা একটি মন্ত্র! প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে জপ করুন, কেটে যাবে সমস্ত বিপদ

মহাদেব নিজের মুখে বলেছেন
এই মন্ত্র!

প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে
জপ করুন মন্ত্রটি!

কেটে যাবে সমস্ত বিপদ
দূর হবে যাবতীয় দুঃখ-যন্ত্রণা
পূর্ণ হবে সমস্ত মনোস্কামনা

সবচেয়ে শক্তিশালী ও জাগ্রত
এই মন্ত্র জপ করেই
ত্রিভুবন জয় করেন লঙ্কাপতি রাবণ

হিন্দু ধর্মে নানা ধরনের মন্ত্র রয়েছে। প্রত্যেক দেবতার জন্যই রয়েছে, পৃথক পৃথক মন্ত্র। কিন্তু এত মন্ত্রের মধ্যে মনের আশা পূরণের জন্য রয়েছে একটি শ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্রটি অনেক শক্তিশালী। বলা যায়, হাজার মন্ত্রের গুণে সমৃদ্ধ এই একটি মন্ত্র। সনাতন ধর্মে যত মন্ত্র রয়েছে, সবগুলোর মধ্যে সেরা এই মন্ত্রটি। এর গুণ আর শক্তি দেখলে আপনি চমকে যাবেন। অনেক সনাতনীরাই মনস্কামনা পূরণের জন্য মন্ত্র খুঁজে থাকেন। তাদের জন্য সবচেয়ে উপকারী এই মন্ত্র। শাস্ত্রে বলা হয়ে থাকে, চমৎকার ও অবাধ ক্ষমতার অধিকারী এই মন্ত্রটি সৃষ্টি করেছেন স্বয়ং মহাদেব।

বলা হয়ে থাকে, শ্রাবণ মাস চলাকালীন এই মন্ত্র উচ্চারণ করলে দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি খুশি হন। শুধু তাই নয়, যারা বলেন ভগবান নেই, তারাও যদি এই মন্ত্র জোরে জোরে উচ্চারণ করে মহাদেবের মাথায় জল ঢালেন, তারাও ভগবানের অপার কৃপা লাভ করে। জীবনের সমস্ত দুর্দশা, বিপদ, আপদ নিমেষে দূর করে দেয় এই মন্ত্র। এই মন্ত্রের এতই শক্তি যে, কোনও শত্রুও আপনার কিচ্ছু করতে পারবে না। শ্রাবন মাস চলাকালীন রাতে ঘুমোতে যাওয়ার সময় এই মন্ত্র জপ করলেই সুফল মিলবেই মিলবে। এই মন্ত্রের রচয়িতা স্বয়ং মহাদেব, তাই স্বয়ং ভগবান এই মন্ত্র পাঠ করলে হাজির হন। যে ভক্ত ভক্তিভরে একবার এই মন্ত্র জপ করবেন, ভগবান তাঁকে নিজের ছত্রছায়ায় রেখে দেবেন। নিজের চোখে চোখে রাখবেন। শাস্ত্রে আছে লঙ্কাপতি রাবণ এই মন্ত্র জপ করেই, ত্রিভুবন জয় লাভ করেন। এই মন্ত্রের ক্ষমতা সত্যি আশ্চর্যজনক। নিয়মিত পাঠ করলেই কপাল খুলে যাবে। মন্ত্রটির নাম মহাকাল মন্ত্র। শিবপুরানে এর উল্লেখ পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক বিশেষ এই মন্ত্রটি –

মন্ত্রটি হল-

“ওং এং হ্রীং ক্লীং নমঃ শিবায়”

প্রতিদিন স্নান করে ও ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্র জপ করুন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *