জানেন রুজিরা ব্যানার্জির আসল পরিচয় কি? জন্মসূত্রে ভারতীয় নন! কীভাবে পরিচয় হল অভিষেকের সঙ্গে?
জানেন রুজিরা ব্যানার্জির আসল
পরিচয় কি?
জন্মসূত্রে ভারতীয় নন!
থাইল্যান্ডের বাসিন্দা!
অগাদ সম্পদের মালিক!
মমতার নয়নেরমণি!
অভিষেকের প্রিয়তমা!
কীভাবে প্রেম হয়েছে
অভিষেক রুজিরার?
মোট কত টাকার মালিক তিনি?
কটা কেস রয়েছে রুজিরার নামে?
মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বাংলার রাজ্যরাজনীতিতে মুখ্য দুই মুখ। হরহামেশা শোনা যায় এই দুটি নাম। শোনা যাবে না কেন বলুন তো! দুজনেই তো শাসক দলের প্রধান প্রধান ব্যক্তি। একজন বাংলার মুখ্যমন্ত্রী, অন্যজন শাসকদলের সেকেন্ড ইন কমান্ড! কিন্তু এই দুজনের নামের নেপথ্যে লুকিয়ে আছে আরেকটি নাম সেটি হল রুজিরা বন্দ্যোপাধ্যায়। মমতা ও অভিষেকের নাম শোনা গেলেও, রুজিরার নাম সেভাবে শোনা যায় না। এই রুজিরা দেবী কিন্তু কোনও আমআদমি নয়, ব্যানার্জি পরিবারের বৌমা। মমতা ব্যানার্জি যার পিসি শাশুড়ি। স্বামী অভিষেক ব্যানার্জি।অনেকেই রুজিরাকে ডাকেন থাই বৌমা। কেন ডাকেন জানতেই পারবেন। এত হাই প্রোফাইল পরিবারের সদস্য হয়েও সে ভাবে প্রকাশ্যে আসেননি রুজিরা দেবী। নিজেকে লো-প্রোফাইল রাখতেই পছন্দ করেন তিনি। অনেকেরই কৌতূহল, রুজিরা দেবীর আসল পরিচয় কি! কীভাবে অভিষেক ও রুজিরার পরিচয় ঘটে!
রুজিরা ব্যানার্জি আসল পরিচয়?
তথ্য সূত্রে জানা গেছে, রুজিরা ব্যানার্জি আদতে ভারতীয় নন। তিনি ভারতে জন্মাননি। তিনি নিজেকে ভারতের স্থায়ী বাসিন্দা মনে করলেও, আসলে তিনি থাইল্যান্ডের নাগরিক। রুজিরার কাছে এখনও থাইল্যান্ডের নাগরিকত্ব রয়েছে, সেই সাথেই রয়েছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ার কার্ড। রুজিরার জন্ম নারুলা পরিবারে। যাদের এককালে ব্যাঙ্ককে হোটেলের ব্যবসা ছিল। বর্তমানেও সেখানে তাদের সম্পত্তি রয়েছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়, থাইল্যাণ্ড ও ব্যাংককে রুজিরার পৈতৃক সম্পত্তি রয়েছে। সেখানে আমদান রফতানির ব্যবসা রয়েছে। পাশাপাশি অলঙ্কার ও সোনার ব্যবসাও রয়েছে। বর্তমানে দিল্লির রাজৌরি গার্ডেন এলাকার বাসিন্দা নারুলা পরিবার। প্রথমে একটি জনপ্রিয় পারিবারিক মোবাইলের দোকানের ব্যবসা ছিল। পরবর্তীতে,রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেনএই দম্পতি। রুজিরার নাম নিয়ে এক সময় প্রচণ্ড বিভ্রান্তি তৈরি হয়। অনেকের মতে, রুজিরা নাকি মুসলিম। তিনি নাকি হিন্দু নন। কেউ কেউ বলেন রুজিরার আসল নাম জসমিত আহুজা।
অভিষেক রুজিরার প্রেম কাহিনী-
অভিষেক রুজিরার প্রেম কাহিনী অনেকটা সিনেমার মত। দিল্লীতে আইআইপিএম থেকে বিজনেস ম্যানেজমেন্ট পড়তে গিয়েই সুন্দরী রুজিরার সঙ্গে আলাপ হয় অভিষেকের। সেই থেকেই প্রেমের সূত্র পাত। রুজিরার মিষ্টি হাসি, মায়াবী চোখে মন দিয়ে বসেন ব্যানার্জি পরিবারের যুবরাজ। এরপর কলেজ থেকে সুইজারল্যান্ডে ট্রেনিংয়ে যান দুজনে। সেখানে গিয়ে আর গাঢ় হয় অভিষেক-রুজিরার সম্পর্ক। প্রেম পরিণতি পায় গভীর ভালোবাসায়। দীর্ঘ প্রেম জীবনের পর, ২০১২ সালের ফেব্রয়ারি মাসে দিল্লীতে, রাজকীয়ভাবে বিয়ে সারেন রুজিরা ও অভিষেক। বিয়েতে উপস্থিত ছিলেন বড় বড় হেভিওয়েট নেতারা। অনশ্য প্রথমদিকে এই বিয়ে মেনে নিতে পারেননি মমতা ব্যানার্জি। এরপর ধীরে ধীরে মন গলে যায় পিসি শাশুড়ির। বর্তমানে রুজিরার কোল আলো করে আছে দুই সন্তান। কন্যা সন্তানের নাম আজানিয়া এবং পুত্রের নাম আয়ানাশ।
রুজিরার মোট সম্পত্তির পরিমাণঃ
২০১৯ সালের অভিষেক ব্যানার্জির জমা দেওয়া একটি হলফনামা থেকে জানা যায় রুজিরার মোট সম্পত্তির পরিমাণ ৩৫.৫৫ লক্ষ টাকা। তবে বর্তমানে এই সংখ্যা বেড়েছে।
রুজিরার নামে অভিযোগঃ
প্রথম অভিযোগঃ রুজিরা ব্যানার্জির নামে প্রথম অভিযোগ ওঠে ২০১৯ সালে। সে বছর রুজিরার বিরুদ্ধে শুল্ক বিভাগের অভিযোগ, তিনি নাকি থাইল্যান্ড থেকে কলকাতায় বেআইনি সোনা নিয়ে আনা নেওয়া করেন। পরবর্তীকালের শুল্ক বিভাগের এই অভিযোগকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।
দ্বিতীয় অভিযোগঃ সবচেয়ে বেশি আলোচনায় আসেন এই অভিযোগের হাত ধরে। ২০২০ এই অভিযোগটি ওঠে। সে বছর কয়লা পাচার কাণ্ডে ফেঁসে যায় রুজিরা। সিবিআই দাবি করে যে, অনুপ মাঝি নামক এক ব্যক্তির রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি টাকা লেনদেন করে। এই নিয়ে বিস্তর জল ঘোলা হয়।
Leave a Reply