জানেন কত টাকার মালিক শুভেন্দু অধিকারী? লাফিয়ে লাফিয়ে বেড়েছে আয়, ছাপিয়ে গেছে মমতাকেও, প্রকাশ্যে সম্পত্তির পরিমাণ

জানেন কত টাকার মালিক শুভেন্দু অধিকারী? লাফিয়ে লাফিয়ে বেড়েছে আয়, ছাপিয়ে গেছে মমতাকেও, প্রকাশ্যে সম্পত্তির পরিমাণ

জানেন কত টাকার মালিক
শুভেন্দু অধিকারী?

মাত্র ৫ বছরে ফুপে ফেঁপে উঠেছে
সম্পত্তির পরিমাণ!

লাফিয়ে লাফিয়ে বেড়েছে আয়
ছাপিয়ে গেছে মমতাকেও!

অথচ নেই কোনও
বিলাসবহুল বাড়ি, লাক্সারিয়াস গাড়ি!
নেই সামান্য সোনাদানাও!

প্রকাশ্যে এলো
সম্পত্তির পরিমাণ

তৃণমূলকে জব্দ করতে সর্বদা প্রস্তুত শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে রাজ্যের বিরোধী শিবির থেকে বারে বারে উঠে আসছে এই মানুষটির নাম। ২০২১ সালেই, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর থেকে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসেন মমতার বিরুদ্ধে। মমতাকে হারাতে মরিয়া শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হন নন্দীগ্রামে। জোড়াফুলের বদলে হাতে তোলেন পদ্ম। সেই থেকেই জারি রেখেছেন সংগ্রাম। এই মুহূর্তে সবচেয়ে হট টপিক শুভেন্দু অধিকারী। অনেকেই জানতে চাইছেন, ২০২১ সালেই তৃণমূল ছাড়ার পর শুভেন্দু অধিকারীর মোট সম্পত্তির পরিমাণ এখন কত! সেই তথ্যই সামনে এলো ২০২১ সালে শুভেন্দু অধিকারী জমা দেওয়া হলফনামা থেকে।

টাকা পয়সার পরিমাণঃ

২০২১ সালে শুভেন্দু অধিকারীর মোট সম্পত্তির পরিমাণ ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। ২০১৬ এই পরিমাণটা ছিল ৭৪২ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ হিসেব কষলে ৫ বছরে শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা।

স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণঃ

২০২১ সালের হিসেব অনুযায়ী, শুভেন্দুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৯ লাখ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩৫ পয়সা।
স্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৩০ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। ২০১৬ সালে মোট স্থাবর সম্পত্তি ছিল ৪৪ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

গাড়ি-বাড়ি-সোনা-দানার পরিমাণঃ

হলফনামা থেকে জানা যায়, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর একটি বাড়ি রয়েছে। যার মূল্য খুব বেশি নয়। তার নিজস্ব কোনও গাড়ি নেই। নন্দীগ্রামের বেশ কিছু এলাকায় ছোট খাট জমি-জমা রয়েছে শুভেন্দুর। ২০১৯ থেকে ২০২০ আর্থিক বছরে শুভেন্দুর মোট আয় ১১ লাখ ১৫ হাজার ৭১৫ টাকা। সব মিলিয়ে শুভেন্দুর সম্পত্তির মোট পরিমাণ মমতা ব্যানার্জির থেকেও বেশি। অনেকেই শুভেন্দু অধিকারীর এই হলফনামা বিশ্বাসই করতে পারছেন না। কারণ যেখানে দিনের পর দিন অন্যান্য নেতা নেত্রীদের সম্পত্তি বেড়েই চলেছে সেখানে শুভেন্দুর একটি নিজস্ব গাড়িও নেই, যা শুনে অনেকেই অবাক হচ্ছেন। এই সম্পূর্ণ তালিকাটি ২০২১ সালের হলফনামা থেকে তৈরি। বর্তমানে সম্পত্তির পরিমাণ হেরফের হতে পারে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *