মোদীর একটি চালেই ঘুম উড়ল রাজ্য সরকারের! বন্ধ রাজ্যের কাটমানি শিল্প,সরাসরি নজরদারি চালাবে কেন্দ্র সরকার
মোদীর একটি মাত্র চালেই
চরম শায়েস্তা পেল
রাজ্য সরকার!
বন্ধ রাজ্যের কাটমানি শিল্প!
মেরে কেটে খাওয়া যাবে না
আমজনতার টাকা!
দাদাগিরি দেখাতে পারবে না
কোনও রাজনৈতিক নেতা!
উধাও হবে সমস্ত দুর্নীতি!
সরাসরি নজরদারি চালাবে
কেন্দ্র সরকার!
আর মাত্র কটা দিন। এরপরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে পঞ্চায়েত ভোট। এদিকে ভোট শুরু হতে না হতেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক অভিযোগ। একইভাবে বিরোধী দলের দিকেও আঙ্গুল তুলছে শাসক শিবির। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি। আর ঠিক এই সময় দাঁড়িয়ে, বড়সড় উদ্যোগ নিলেন নরেন্দ্র মোদী। কেন্দ্র সরকারের এই উদ্যোগ শুনেই খুশিতে লাফাবেন রাজ্যের বিরোধী শিবির। এবার কাটমানির বিরুদ্ধে বড়সড় উদ্যোগ নিলেন নরেন্দ্র মোদী।
কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে পঞ্চায়েত স্তরের কোনও রকম লেনদেন আর নগদে করা যাবে না। পঞ্চায়েতের তরফে নেওয়া সমস্ত প্রকল্পের লেনদেন হবে শুধুমাত্র ইউপিআই অথবা অনলাইন লেনদেনের মাধ্যমে। গত ১৫ জুন এই বিষয়ে, কেন্দ্র সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের তরফ থেকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র সরকার। এই নিয়মটি কেবলমাত্র পশ্চিমবঙ্গে চালু হবে এমনটা নয়। গোটা দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য জারি করা হয়েছে এই নিয়ম। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে এই নতুন নিয়মটি, প্রতিটি রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে। এই উদ্যোগটি একবার চালু হলেই কমে যাবে রাজ্যজুড়ে ঘটে চলা কাটমানি দুর্নীতি। লাগাম টানা যাবে বলে রাজনৈতিক নেতৃবর্গের অপকর্মের বিরুদ্ধে। এমনটাই মনে করছে একাংশ। আগামী ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন থেকেই এই নতুন নিয়মটি লাগু হবে। ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ পঞ্চায়েতে অনলাইনে লেনদেন হচ্ছে। তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে দেশজুড়ে লাগু করতেই বেছে নেওয়া হয়েছে ১৫ আগস্টকে।
সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অভিযোগটি আসে সেটি হল কাটমানি। পশ্চিমবঙ্গজুড়ে রীতিমত শিল্পে পরিণত হয়েছে কাটমানি। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের বিভিন্ন কর্মকাণ্ডে কাটমানি কথাটি ওতপ্রোতভাবে জুড়িয়ে আছে। রাজ্যবাসীদের জন্য যে বিভিন্ন প্রকল্পগুলো নেওয়া হয়, সেখান থেকেই টাকা কেটে রাজনৈতিক নেতৃবর্গের পকেটে ঢোকানোর নামই হল কাটমানি। কেন্দ্র সরকারের নয়া উদ্যোগে খুব শীঘ্রই বন্ধ হবে কাটমানির বাড়বাড়ন্ত।
Leave a Reply