ইডি-র প্রশ্নের উত্তরই দিতে পারলেন না সায়নী! কোথায় পেতেন ফ্ল্যাট কেনার টাকা? কুন্তলের সাথে কিসের এত ঘনিষ্ঠাতা? উত্তর অধরা

ইডি-র প্রশ্নের উত্তরই দিতে পারলেন না সায়নী! কোথায় পেলেন ফ্ল্যাট কেনার টাকা? কুন্তলের সাথে কিসের এত ঘনিষ্ঠাতা? উত্তর অধরা

ইডির ফাঁদে কুপোকাত
সায়নী ঘোষ!

জেরায় বেরিয়ে এলো
একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য!

ধার দেনা স্বত্তেও
কোটি টাকার বিলাস বহুল বাড়ি!
কোথায় পেলেন এত টাকা?

কুন্তল ঘোষের টাকায় ফ্ল্যাট বুকিং!
কিসের এত ঘনিষ্ঠতা দুজনের?
কীভাবে হল আলাপ?

উত্তরই দিতে পারলেন না সায়নী
এড়িয়ে গেলেন একাধিক প্রশ্ন!

নিয়োগ দুর্নীতি কাণ্ডের নয়া সংযোজন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। কালীঘাটের কাকু, অভিষেকের পর এবার ইডির তলব পেলেন সায়নী। তলব পাওয়ার পর থেকেই সন্দেহ ঘনিয়েছে আদৌ সাড়া দেবেন কি তিনি! কারণ তার বেশ কিছু আচরণের পরিপ্রেক্ষিতেই গাঢ় হয় সন্দেহ। ইডির তলব পাওয়ার পর থেকেই খোঁজ মিলছিল না তৃণমূলের যুবনেত্রীর। দুর্গাপুজোর খুঁটি পুজোয় যাওয়ার অনুষ্ঠান বাতিল করে দেন, একই সাথে জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচনের যে সমস্ত প্রচার সভা করার কথা ছিল সেখানেও নাকি যাননি। এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায়। রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সায়নী। কিন্তু নাহ অবশেষে তিনি ধরা দিলেন। শুক্রবার নির্দিষ্ট সময়ের ২০ মিনিট আগেই ইডি দফতরে পৌঁছে যান সায়নী। এরপর চলতে থাকে লাগাতার জেরা। সকাল থেকে সন্ধ্যা অবধি, টানা ১১ ঘণ্টা চলে জেরা।

এই জেরা পর্বেই উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক। যেগুলো নতুন করে ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। মূলত কুন্তলকে জেরা করে ও কুন্তলের নথি পত্র ঘেঁটেই বেরিয়ে আসে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের নাম। এদিন ইডি আধিকারিকেরা সায়নীর কাছ থেকে কুন্তলের সাথে কীভাবে তার পরিচয় হয় সেই বিষয়ে জানতে চায়। প্রশ্নের উত্তরে সায়নী অকপটেই জানান, রাজনীতিতে যোগ দেওয়ার পরেই কুন্তলের সঙ্গে পরিচয়। তবে এই প্রশ্নের উত্তর দিলেও, দুটি গুরুতর প্রশ্নে উত্তর এড়িয়ে গেলেন সায়নী।

প্রথম প্রশ্নটি হল,

সায়নীর নামে দক্ষিণ কলকাতার বিক্রমগড়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় কোটি টাকারও বেশি। ইডির তথ্য সূত্র অনুযায়ী, এই ফ্ল্যাটটি সায়নীকে ২০ লক্ষ টাকা দিয়ে বুক করে দিয়েছেন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ। এমনকি বুকিং এর ২০ লক্ষ টাকা দেওয়ার জন্য অভিজাত গাড়িতে চড়ে, প্রমোটরের সাথে দেখাও করেন কুন্তল ও সায়নী। ইডির প্রশ্ন, কেন কুন্তল ঘোষের টাকায় সায়নীর নামে ফ্ল্যাট বুকিং হয়েছে? এই প্রশ্নে মুখে খুলুপ এঁটেছেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ।

দ্বিতীয় প্রশ্নটি হল,

বিগত কিছু সময় আগেই দলের নির্বাচনী প্রচারে ত্রিপুরা যান সায়নী। ইডির হাতে উঠে আসা তথ্য অনুযায়ী, সায়নীর এই সম্পূর্ণ নির্বাচন যাত্রার খরচ উঠিয়েছিলেন কুন্তল ঘোষ। এখানেও কুন্তল ঘোষের যোগসূত্র উঠে আসে। এই বিষয়েও সায়নীর কাছে ইডি প্রশ্ন করলে, একটি শব্দও খরচ করেননি সায়নী। এছাড়াও একাধিক প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি। এড়িয়ে গেছেন বহু বিষয়। তথ্য সূত্রে খবর সায়নীকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ ভালো ভাবেই মাঠে নেমেছেন ইডি আধিকারিকেরা। বুধবার আবার তলব করেছেন সায়নীকে। তৈরি হয়েছে চারজনের একটা দল। তার মধ্যে রয়েছেন একজন মহিলা ইডি অফিসার। সায়নীকে জেরা করে আর কি কি তথ্য বেরিয়ে আসতে পারে, সেটা জানতেই এখন সময়ের অপেক্ষা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *