পঞ্চায়েত নির্বাচনের প্রচার ঘিরে যখন সরগরম রাজ্য রাজনীতি। সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত শহর বনগাঁ এলাকায় এক পোস্টার ঘিরেই এখন শোরগোল। বনগাঁ সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রাম ২৫০ নম্বর বুথে দেখা গেল রাজ্য রাজনীতির এক উল্টো ছবি। জোট প্রার্থী হিসেবে বিজেপি কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বাজারে গ্রামের মধ্যে পড়ল পোস্টার।
তবে কি রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্বরা না করলেও, বিজেপির সঙ্গে স্থানীয় স্তরে জোট করেছে কংগ্রেস! পোস্টার সামনে আসতেই এখন উঠছে এ ধরনের নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে কটাক্ষ ছুটি দিয়েছে শাসকদলও।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রাম এলাকায় বিজেপি ও কংগ্রেসের প্রার্থীদের ছবি ও সিম্বল দিয়ে বেশ কিছু জায়গায় দেওয়াল লেখা হয়েছে এবং বাগানগ্রাম বাজারে ব্যানার লাগানো হয়েছে। সেখানে দুই দলের প্রার্থীদের জোট প্রার্থী বলে উল্লেখ করা হয়েছে ৷ বিজেপি প্রার্থীর নাম শিল্পী বালা ও কংগ্রেস প্রার্থীর নাম পবিত্র সরকার৷ যদিও জানাজানি হতেই রাস্তার মোড়ের থেকে ব্যানারটি খুলে নেওয়া হয় পরবর্তীতে। বিষয়টি নিয়ে স্থানীয় স্তরের রাজনীতিতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। এলাকার সর্বত্রই চলছে জোর চর্চা। রাজনৈতিক তরযাও যেন পিছু ছাড়ছে না। বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী শিল্পী বালা জানান, তিনি বিজেপি টিকেটে দাঁড়িয়েছেন কারা এসব করেছে তার জানা নেই।
কংগ্রেস প্রার্থী পবিত্র সরকারও বলেন, কোন জোট নেই। এটা বিরোধীদের চক্রান্ত ।
তবে, তৃণমূল প্রার্থী সবিতা রানী বিশ্বাস অবশ্য বলেন, আমার বিরুদ্ধে লড়ার জন্য কংগ্রেস আর বিজেপি জোট করেছে তাতে কোন লাভ হবে না। তবে পোস্টার বিতর্ক দেখা দিতেই ওই এলাকার স্থানীয় স্তরের রাজনীতিতে শুরু হয়েছে টানাপোড়েন। এখন ভোট গণনার ফলাফলের দিকে তাকিয়ে করতে হবে অপেক্ষা।
Leave a Reply