ভোটের আগে মা মাসি।
ভোট ফুরালেই এবার আসি।
দীর্ঘদিন ধরে ভোটের প্রচারে কথার জালে ফাঁসিয়েছে প্রার্থীরা।
কিছু ফাঁকা আওয়াজ, আর প্রতিশ্রুতি
বদলে মেলেনি কিছুই
সবই মানুষ ঠকাবার কৌশল
৬০ বছরের বৃদ্ধের কাছে রয়েছে সমস্ত হিসেব।
পরনে সাদা ধুতি-পাঞ্জাবি সঙ্গে সাঙ্গোপাঙ্গ কখনো মিষ্টি কখনো ফুল কখনো জোর হাত। ভোট চাইতে এমন ভাবেই আসেন রাজনৈতিক নেতারা তখন তাদের কি মুখের ভাষা কি ব্যবহার যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না অথচ ভোট শেষ হতেই বদলে যায় চিত্র । প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে যান নেতারা ।এভাবেই বছরের পর বছর ধরে চলে দুর্নীতি, অরাজকতা । সমস্ত হিসেব রেখেছেন তিনি। ষাট পেরিয়ে গেলেও ভুলে যাননি কোন হিসেব। তাই মানুষকে সচেতন করতে ,পঞ্চায়েত ভোটের আগে আবারো নিজের ছন্দে বেরিয়ে পড়েছেন গোপাল আদক। তার রয়েছে একটি টোটো গাড়ি। হাওড়ার পাঁচলা ব্লকের দেউলপুর জালালশী আদকপাড়া এলাকার গোপাল বাবু
সকাল হলেই নিজের তাগিদেই একটি টোটো গাড়িতে বিভিন্ন স্লোগান, সংলাপ টাঙিয়ে মাইক হাতে বেরিয়ে পড়েন। তাঁর প্রচার গাড়িতে কোথাও লেখা ‘মন্ত্রী যায় মন্ত্রী আসে, চোখের জলে গরীব ভাসে’, ‘ভোটে সরকার বদলায়, সমাজব্যবস্থা বদলায় না’, এই ধরণের ব্যঙ্গত্মক ও বাস্তব সত্য কথাগুলো।
Byte1:02-1:25—–3;01
রাজনীতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সম্পুর্ন আলাদা। সে জানে বর্তমান রাজনৈতিক দলগুলোর কৌশল। মানুষ কে শুধুমাত্র প্রতিশ্রুতি দেয় তারা। অথচ কথা দিয়ে কথা রাখে না কেউ।এই রাজনৈতিক দলগুলোর জন্যই সমাজে কেউ থাকছে অট্টালিকায় কেউ থাকে রাস্তায়।
কেন তাঁদের দিকে কেউ তাকাচ্ছে না’ তিনি আরও বলেন বর্তমানে যে ভোটের ব্যবস্থা চালু রয়েছে এটা সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া, ধাপ্পা দেওয়া ছাড়া আর কিছু না।’ তিনি এই ব্যবস্থাকে ব্যঙ্গ করে বলেন, ‘মন্ত্রী যায়, মন্ত্রী আসে, চোখের জলে গরীব ভাসে’ / ‘ভোটে সরকার বদলায়, জনগণের অবস্থা বদলায় না ।’
Byteannnounc
তিনি স্বপ্ন দেখেন এমন এক রাজনৈতিক দলের যারা এসে বদলে দেবে সমাজ ব্যবস্থা, যারা সত্যি প্রমাণিত করবে রাজনৈতিক আদতে খারাপ জিনিস নয়। তবে প্রতিবারই ভোটের নামে প্রার্থীরা যা করেন তা সত্যিই সমালোচনাযোগ্য মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের ভোট কেনার পরেই দেখা যায় তাদের আসল চিত্র তাই ভোটের আগে মানুষকে সচেতন করতে গোপাল বাবুর অভিনব প্রচেষ্টা তিনি চান মানুষ সচেতন হোক মানুষ বুঝুক ঠিক কোনটা ভুল কোনটা।
Byte;0;00-0;47-2;05
। এই বিষয়ে CPIM সমিতির প্রার্থী ব্যাক্তি গত ভাবে তাকে সমর্থন করলেও রাজনৈতিক ভাবে দ্বিমত পোষন করেন কেনোনা রাজনৈতিক দলই সকাল থেকে রাত পর্যন্ত রাজনীতি হয় আর এই রাজনীতির মধ্য দিয়ে নির্বাচিত হয়ে সমাজ পরিবর্তন হয় । তবে উনি প্রচার করলেও তেমন প্রভাব পরেনা বলেই জানালেন।
তবে রাজনীতির এই বাজারে অভিনব উপায় মানুষকে সচেতন করার যে পদ্ধতি তার জুড়ি মেলা ভার। বছরের পর বছর ধরে তিনি পরিচিত তার এমন কাজের জন্যই যা পছন্দ করে সবাই।
Leave a Reply