Bike

বাইকে চেপে মাউন্ট এভারেস্ট

দুর্গম রাস্তা, প্রতিকূল আবহাওয়া সহ্য করে

স্বপ্নপূরণ

৫০ বছর বয়সে স্বপ্ন পূরণ করলেন এই ব্যক্তি

তবে একা নয় সাথে ছিল এই দম্পতিরা

শিলাবৃষ্টি, তুষারপাত জয় করে রেকর্ড গড়ল এই যুগলরা

অসাধ্য সাধন!

 

 

ইতিহাস সাক্ষী আছে কেউ পায়ে হেঁটে তো কেউ অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয় করে নজির গড়েছে একাধিক ।তবে এই প্রথম মোটরসাইকেলে দীর্ঘ পথ অতিক্রম করে এভারেস্ট বেসক্যাম্প পর্যন্ত ট্রাকিং করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললো তমলুকের এই পাঁচ যুবক যুবতী। বহুদিনের ইচ্ছে ছিলো ,অবশেষে পূরণ হলো স্বপ্ন।সত্যি রোমাঞ্চকর যাত্রার সাক্ষী থাকলো তারা। দুর্গম পথ, প্রাকৃতিক প্রতিকূলতা পেরিয়ে বিরাট জয়।

 

 

তমলুকের দুই দম্পতি আর এক বছর ৫০ এর ভদ্রলোক। এই ছিল তাদের ব্যাটেলিয়ন। এই গোটা দলের মধ্যে রয়েছেন দুজন মেয়ে ,দুজন ছেলে . ।তমলুক শহরের বাসিন্দা অনিক মন্ডল এবং স্ত্রী নীলিমা মন্ডল অন্যদিকে আরেক দম্পতি রাকেশ ভৌমিক এবং কবিতা বেড়া ভৌমিক, ছোট থেকেই বন্ধু পরবর্তীকালে তা শুভ পরিণয় পরিণত হয়েছে ।সেই তবে থেকেই তাদের ইচ্ছে মাউন্ট এভারেস্টে যাওয়ার। এই স্বপ্নই এবার তারা পূরণ করল।

তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না। কলকাতার নিউটাউন থেকে ভোর চারটেয় তিনটি বাইকে করে নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই আসল পরিস্থিতি বুঝতে পারেন তারা। পাহাড় ছাড়িয়ে যতই উচ্চতা বেড়েছে ততই নতুন নতুন সমস্যার মুখে পড়েছেন তারা। কখনো তুষার পাতের কবলে পড়েছেন তো, কখনো শিলা বৃষ্টিতে মৃত্যুর কবলে পড়েছেন তারা। প্রত্যেক পদে পদে এসেছে হাজারো বাধা । তবে । তবে নিজেদের গন্তব্যে নিজেদের উদ্দেশ্যে অবিচল ছিলেন তারা। অবশেষে সত্যিই স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছেন এই পাঁচজন। তার জেরেই এই স্বীকৃতি। নাম উঠেছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এ

 

এইদিন সবমিলিয়ে ভালো খারাপ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা ।স্বাভাবিক কারণেই রহস্য রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে সাফল্যের এই স্বীকৃতি হাতে পেয়ে খুশি তমলুকের তরুণ এই যুবক-যুবতীরাও। এভাবেই আগামিদিনেও প্রকৃতির টানে আরও দূরে ট্রেকিংয়ে ছুটে যেতে চান বলে জানান তাঁরা।

 

 

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *