সিপিআইএম বলতেই অজ্ঞান তিনি
বামেদের চরম ভক্ত
রক্তে লাল, মনে ও লাল
এবার তাই মাথাতেও লাল
পোস্টার ফ্লেক্স এখন অতীত
প্রচার চালাতে মাথায় সিপিআইএম সিম্বল
হেয়ারকাট কাস্তে হাতুড়ি
ইনি নাকি পঞ্চায়েত প্রার্থী
রক্তে বাম মনে বাম। বামেদের সৈনিক তিনি। এবার গোবরডাঙ্গা মোদিয়া সুভাষ নগর এলাকায় বামেদের হয়ে তিনি হচ্ছেন পঞ্চায়েত প্রার্থী । তাই মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে প্রচার। তবে ফ্লেক্স ফেস্টুন নিয়ে সবাই যখন ব্যস্ত।তখন তিনি চেয়েছিলেন কিছু ব্যতিক্রমী করতে। সত্যিই এমন ব্যতিক্রমী প্রচার এর পদ্ধতি এর আগে কেউ দেখেছে বলে তো মনে হয় না! প্রচার চালাতে মাথায় ছেঁটেছেন কাস্তে হাতুড়ি। গোটা মাথা জুড়ে সিপিএমের প্রতীক চিহ্ন । এভাবেই প্রচার চালাচ্ছেন ভুবন মালাকার
0;23-0;37
গোবডাঙ্গা মেদিয়া সুভাষনগর এলাকায় বাড়ি তার। পেশায় একজন গাড়ি চালক, পাশাপাশি স্থানীয় জায়গায় টুকটাক ব্যবসা করেই কোন রকমে দিন গুজরান। তবে, আগাগোড়াই CPI(M) সমর্থক সে। এবারও পঞ্চায়েত প্রার্থী হিসেবেই বামেদের তরফ থেকে প্রতিনিধিত্ব করছেন তিনি। একদিকে যখন দেদার প্রচার চালাচ্ছে তৃণমূল বিজেপি কংগ্রেস তখন পঞ্চায়েত স্তরের মানুষের কাছে ভুবন বাবু জানো অনন্য । মানুষের কাছে হাতজোড় করে প্রচার ছাড়াও তিনি আবিষ্কার করেছেন নতুন প্রচারের পদ্ধতি। বামেদের প্রতি প্রবল ভালোবাসা থেকেই সেলুনে গিয়ে নিজের মাথা হেয়ার কাটিং করে CPI(M) এর সিম্বল ফুটিয়ে তুলেছে। আর এই ভাবেই এখন এলাকায় ঘুরে বেড়ানো, নিজের কাজে যাওয়া সবটাই চলছে।আর সঙ্গে সবাইকে বলছে তার দলকে যেন এবার ভোট দেয়।
সময় অসময় গ্রামে রাস্তায় দেখা যাচ্ছে মাঝ বয়সি একটি লোক সারা মাথা লালময় করে এগিয়ে চলেছে দূর থেকে দেখেই মানুষ বুঝতে পারছি ওই যে ভুবন আসছে। আর তাতেই যেন হচ্ছে ভুবন বাবুর প্রচার। ভুবনবাবু চান আবারও ফিরুক বামেরা তবেই বদলাবে সমাজ। আসবে সুদিন
। তবে যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং গণনা ঠিকঠাক হয় তবে তেপুল মির্জাপুর পঞ্চায়েতের অন্তর্গত মিদিয়ার এই বাম কর্মী মনে করেন, বামেরা এবার এই পঞ্চায়েতে জয়ী হবেন।
1;00-1;11
তবে ভুবন বাবুর এই প্রচার প্রক্রিয়া মজার ছলে হলেও দারুন সারা ফেলেছে এলাকায়। প্রচারের এই পদ্ধতি দেখে অবাক্ত হয়েছেন অনেকেই তবে মজাও পেয়েছে প্রচুর মানুষ
Leave a Reply