ভোটের প্রচারে অন্য মেজাজে সুকান্ত।
ঘটিয়ে বসলেন অদ্ভুত কান্ড।
নেতার এমন কান্ডে অবাক দলীয় কর্মীরা।
কি করছেন দাদা?
ক্যামেরার সামনেই এসব?
মন্দিরের ভেতরেই ঘটল সেই কান্ড।
এ যেন অন্য সুকান্ত মজুমদার
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রার্থী সর্বোপরি দলের প্রচারে বেরিয়েছেন রাজনৈতিক দলগুলির মাথারা। পঞ্চায়েত ভোটের প্রচারে যেমন বেরোতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কে তেমনি রাজ্যের বিরোধীদলের নেতা সুকান্ত মজুমদার সম্প্রতি ভোটের প্রচার করতে কৃষ্ণনগর গিয়েছিলেন। সেখানেই শ্যামপুর বাজার থেকে কৃষ্ণনগর ঠাকুরতলা পর্যন্ত জনসংযোগ যাত্রার নেতৃত্ব দেন তিনি। তারপর ঘটে সেই কান্ড।
শতাধিক মানুষের সমাবেশ হয় উক্ত দিনে। দলীয় স্লোগান থেকে শুরু করে সুকান্ত মজুমদারকে আহবান জানাতে পড়ানো হয় মালা। এরপর খোলা জিপে করেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে এগিয়ে চলেন তিনি । পুজো দিতে যান ঠাকুরতলার নৃসিংহদেব মন্দিরে। এবং সেখানে গিয়েই ভক্তি সহকারে পুজো দেন তিনি। এরপর পুজো দেওয়ার পরেই তিনি স্থানীয় বেশকিছু মানুষের আবদার পূরণ করেন তাদের সঙ্গে ছবি তোলার। ছবি তোলার সময় হঠাৎ তার নজর যায় পাশে বসে থাকা ভিক্ষুকের ওপর সর্বসম্মুখে ক্যামেরার সামনেই এক ভিক্ষুককে নিজের গলার মালাটি পরিয়ে তার হাতেও ধরিয়ে দেন পুষ্পস্তবক। স্বাভাবিকভাবেই তার এই সহমর্মিতায় খুশি হয়েছেন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও
Leave a Reply