শিবলিঙ্গে কনডমের পর
বিজেপির দলীয় পতাকায় কনডম লাগিয়ে পালালো তৃণমূল।
প্রচারের পতাকায় গর্ভনিরোধক।
চরম বিতর্ক।
আদিবাসী জনজাতির মহিলা প্রার্থী হতেই
এমন কাণ্ড তৃণমূলের।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি শুরু করেছে নিজেদের প্রচার । ফ্লেক্স ফেস্টুন পোস্টার দলীয় পতাকা সম্ভাব্য যতভাবে প্রচার চালানো যায় সমস্ত ভাবে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি।সেই প্রচারের মাঝেই বিতর্কিত চিত্র উঠে এলো । জানা যাচ্ছে জলপাইগুড়ির শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির দলীয় পতাকার মধ্যে কনডম লাগিয়ে দেয়া হয় রাতের অন্ধকারে ,লোক চক্ষু নাড়ালে,। দলীয় পতাকার মধ্যেই একেবারে গর্ভনিরোধক আটকে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূলের দিকে.।
Byte0;06-0;24 sada dari
শিকারপুর অঞ্চলের ১৮/৫১ বুথ, ডিপুলাইন এলাকায় বিজেপি প্রার্থী হয়েছেন পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর অলকা কুজুর। তিনি প্রথম দেখতে পান এই ঘটনা। তব। তবে রাতের অন্ধকারে কারা এমন ঘটালো এই প্রশ্নের উত্তরেই বিজেপির দাবি এই ঘটনা একমাত্র ঘটালেই ঘটতে পারে তৃণমূল।
0;00-0;21 mohila
প্রসঙ্গত এই বিতর্ক প্রসঙ্গে কয়েক বছর আগের, তৃণমূল নেত্রী সায়নী ঘোষের বিতর্কিত সেই পোষ্টের কথা বলে দুটি ঘটনাকে এক সুত্রে বাঁধার চেষ্টা করেন তারা। যথারীতি অভিযোগের তীর তৃণমূলের দিকেই যায় ।সেই মর্মেই বৃহস্পতিবার বেলাকোবা ফাড়িতে এই ঘটনায় অভিযোগ দায়ের করেন অলকা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই ঘটনা তৃণমূলের পক্ষেই সম্ভব, কারণ সেই দলেরই যুব নেত্রী সায়নী ঘোষ শিবলিঙ্গে কণ্ডোম পরিয়ে দেওয়ার মত মন্তব্য করেছিলেন।
Byte 0;00-0;27
অন্যদিকে এই ঘটনার দায় নিতে অস্বীকার করেছে স্থানীয় তৃনমুল নেতৃত্ব।তাদের দাবি সমস্ত মিথ্যে অভিযোগ। তাদের দলের লোক এই ব্যাপারে কোন ভাবেই জড়িত নয়।
Leave a Reply