একবার বিজেপি ,একবার নির্দল
ভোট দিন নির্দল এ
না না ভোট দিন বিজেপিতে।
একই প্রার্থী
অথচ কখনো বলছেন ভোট দিন বিজেপিতে
কখনো বলছেন ভোট দিন নির্দলে
আদতে এই প্রার্থী কোন দলে?
আমায় ভোট দেবেন না!
পঞ্চায়েত ভোটের আগে নিজেকেই ভোট না দেওয়ার পোস্টার ছাপালেন এই প্রার্থী।
পঞ্চায়েত নির্বাচনের আগে দিকে দিকে শুরু হয়েছে পোস্টার, ফ্লেক্সের মেলা। বিভিন্ন রকম রং দিয়ে লেখা হচ্ছে দেওয়াল।নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দিষ্ট প্রার্থীদের নাম, ছবি দিয়ে চলছে দেদার প্রচার। বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাকে । কমবেশি এমনই উক্তি বেরোচ্ছে তাদের মুখ থেকে। এর মাঝে আবারো কোলাঘাটে অদ্ভুত চিত্র দেখা গেল। প্রার্থী নিজেই বলছেন আমাকে ভোট দেবেন না শুধু বলছেনই না দিকে দিকে ছাপিয়ে ফেলেছেন ফ্লেক্স ও । কি আজব কান্ড! ভোট দিতে বারন করছে প্রার্থী নিজেই নিজেকে বলছেন ভোট না দিতে কান্ড দেখে হাসবেন না কাঁদবেন আপনি
কিন্তু আদতে বিষয়টা কি ? জানা যায়
কোলাঘাট পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর সিটে নির্দল প্রার্থী মদন কুমার মণ্ডল এমনই অভিনব প্রচার ফ্লেক্স টাঙিয়ে করছেন। মদন বাবু দীর্ঘদিন বিজেপি কর্মীছিলেন। পার্টির অনুমতি নিয়েই মনোনয়ন পত্র করেন মদন কুমার মন্ডল। তবে শেষমুহুর্তে অজ্ঞাত কোন কারনে দলীয় টিকিট পাইনি। সেই জায়গায় কোলাঘাট পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর সিটে বিজেপির টিকিট পান বিশ্বজিৎ মন্ডল। আর বিজেপির টিকিট না পেয়ে কার্যত মাথা ঘুরে যায় তার খানিক রাগের বশেই নির্দলের প্রার্থী হয়ে ভোটে মনোনয়নপত্র জমা দিয়ে দেন তিনি। সেই মর্মেই বিশ্বজিৎ মন্ডলের বিপরীতে তিনি প্রার্থী হন। তবে কি প্রার্থী হওয়ার পর হঠাৎই বদলে নেন সিদ্ধান্ত। পুরনো দলের বিরুদ্ধে লড়বেন বিবেক দংশনের চোটেই ফ্লেক্স ছাপাতে শুরু করেন তিনি।
যেখানে লেখা আমাকে ভোট দেবেন না বাড়িতে বাড়িতে গিয়ে এমনই বলছেন তিনি আমায় ভোট না দিয়ে ভোট দিন সরাসরি বিজেপিতে।
Byte0;00+0;38prarthi
কোলাঘাট পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর আসনের কুশাড়, যোগীবেড়, পয়াগ, ধর্মবেড়, ক্ষেত্রহাট,পারুলিয়া ও পাথুরিয়া বুথ এলাকায় ফ্লেক্স টাঙান স্বয়ং মদন কুমার মণ্ডল। তার এই কাণ্ড দেখে অবাক সাধারণ মানুষ। সত্যি কাকে ভোট দেবেন তারা? ভোট প্রার্থী নিজে ঠিক করতে পারছেন না তিনি কোন দলে? যদিও নির্দল প্রার্থী হয়ে বিজেপিকে ভোট দেওয়ার বিষয়টি অত্যন্ত মনে ধরেছে নিয়ে বিজেপি নেতৃত্বের ।
Byte+1;04–1;35 bjp
Leave a Reply