Kumari

কুমারী পূজা করা হলো মুসলিম মেয়ের।

ঢাক বাজালেন খ্রিস্টান এই ব্যক্তি।

আয়োজন করলেন হিন্দুরা।

মুসলিম মেয়েকে আটপৌরে শাড়ি পরিয়ে মাতৃরূপে করা হলো আরাধনা।

হিন্দু ,মুসলিম মেয়ের হাতেই করা হল খুঁটি পুজো।

এ যেন সম্প্রীতির মেলবন্ধন।

এ জানো বিবেকানন্দ রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের বাংলা।

তবে হঠাৎ কেন এমন উদ্যোগ

জানুন?

 

বাংলায় হবে হিন্দু মুসলিম ভাই ভাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে পাবে সমান অধিকার। তবেই তো হবে বিবেকানন্দ, কাজী নজরুল, রবীন্দ্রনাথের বাংলা। সেই বাংলারই এক সুন্দর চিত্র আবারও দেখা গেল দৃষ্টান্ত হিসেবে । সিঁথি সার্কাস ময়দান এর কাছে বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন কমিটি তারা বিশ্বাস করেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই ।তারা শুধু বিশ্বাসই করেন না। এবার সেই বিশ্বাস থেকেই তারা নিয়েছেন নতুন উদ্যোগ। সম্প্রতি খুঁটি পুজো সম্পন্ন করেছে দুর্গা উৎসব কমিটি গুলি। সেখানে দেখা গেল এক মুসলিম কন্যাকে কুমারী পুজো করল এই দুর্গোৎসব কমিটি শুধু তাই নয় হিন্দু ভাইয়েরা করলেন আয়োজন।

। ক্যালকাটা পাবলিক স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী বছর ৬ এর রিমশা আলি কে মাতৃ রূপে পূজো করা হল। তার পাশে দাঁড়িয়ে রইলেন পরিবারের লোকেরা বোরখা পড়ে হিন্দু রীতি মেনে লাল পেড়ে সাদা শাড়ি পড়ে মহিলাদেরও দেখা গেল কুমারী পুজো অংশ নিতে। শুধু তাই নয় এদিন ভোরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের হাত ধরেই পতিতা পল্লীর মাটি নিয়ে এসে সূচনা হল দেবী মূর্তি গড়ার। কুমারী পূজার পাশাপাশি ঢাক বাজাতে দেখা গেল খ্রিস্টান ধর্মালম্বী ফাদারকেও। আর এভাবেই বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোশিয়েশন তাদের ৭৫ তম বর্ষের পুজোর সূচনা করলেন সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে।

কমিটির সাথে কথা বলে জানা যায়,

এবছর তাদের থিম ভাবনায় উঠে আসবে অর্ধনারীশ্বর। শিল্পী মিন্টু পাল মণ্ডপে ফুটিয়ে তুলবেন গোটা পরিকল্পনা।Byte0;40-1;22

 

ক্লাব সভাপতি অজয় ঘোষ জানান,

0:12-0;41

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *