গরমে কে আগে জল নেবে?
কার বালতি রাখা হবে আগে।
জল নেয়া নিয়ে ঝগরা
পাড়ার লোক জড়ো করে দল ভারী
প্রতি বেশীর ব্যবহারের জল আটকে দিল এলাকার কিছু বাসিন্দা
তৃনমূলের মদতেই কোন ঠাসা বাঙালি পরিবারকে।
একঘরে করে রাখার নির্দেশ তৃনমূলের
একদিকে যখন মানুষ মানুষের জন্য জীবন দিয়ে মান হুঁশ হওয়ার হওয়ার প্রমাণ দিচ্ছে। ঠিক তখন এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মধ্যযুগীয় বর্বরতার পুনাবৃত্তি দেখা যাচ্ছে কুলপিতে। এক মামুলি ঝামেলা তা থেকেই গোটা এক পরিবারের জিনা হারাম করে দিয়েছে এলাকার মানুষজন। জানা যায় প্রচন্ড গরমে কে আগে জল নেবে এই নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বাদে । যথারীতি আর-পাঁচটা পরিবারের মত লোকজন ভিড় জমায় সেই ঝামেলার মজা নেওয়ার জন্য ।
Byte:0;00-0;44
তবে সর্দার পরিবার জানতো না, এই সামান্য ঝামেলার খেসারত তাদের কি কি ভাবে দিতে হবে? বর্তমানে সরদার ফ্যামিলিকে নলকূপ থেকে জল নেওয়া থেকে শুরু করে পুকুরে যাওয়া, মুদির দোকান করা সমস্ত বন্ধ করে দিয়েছে এলাকার লোকজন। সাধারণ জীবন যাপন করতে গিয়ে নাজেহাল অবস্থা হচ্ছে তাদের। সর্দার পরিবারের অভিযোগ এই গোটা ঘটনায় মদত রয়েছে গ্রামের প্রধান শান্তনু কয়ালের।
Byte1;01-1;21bou
গত এক মাস ধরে সর্দার পরিবারের জীবনে শুরু হয়েছে এমন ই অশান্তি।সাধারন জীবনযাপন ব্যহত হচ্ছে তাদের। হাজার কাকুতি মিনতির পরেও কেউ বাড়িয়ে দিচ্ছে না সাহায্যের হাত। প্রতিবেশীর সঙ্গে গ্রামের বেশকিছু মানুষ একত্রিত হয়ে সরদার ফ্যামিলির ঘর ভাঙচুর এবং মারধর ও শুরু করেছে।
তবে এই ঘটনার পর নড়েচড়ে বসেছে সর্দার পরিবার।
কুল্পি থানায় অভিযোগ দায়ের করেন তারা। আর তার পরই ক্ষেপে যায় শাসক দলের প্রধান।
তিনি বলেন
Byte0! 00-0;15
।অন্যদিকে কুলপি থানার পক্ষ থেকে অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply