Tmc

বিজেপিকে রুখতে এবারে হাত মেলালো,
তৃণমূল সিপিএম
বাম রাম তো অনেক হলো
এবার পালা বাম আমের
সঙ্গে আবার জোড়া ফুল
একই ব্যানারে তৃণমূল এবং সিপিএমের পতাকা
তৃণমূল এবং বাম ভাই ভাই

যে কোন নির্বাচনে মানুষ কাউকে নির্বাচিত করে দুটি কারণে এক নম্বর কোন এক প্রার্থীকে জেতাবার জন্য দু’নম্বর কোন প্রার্থীকে হারাবার জন্য পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে এই পদ্ধতিতে বিশ্বাস করেছে রাজনৈতিক দলগুলি, যে বুথে যে দল শক্তিশালী তাকে হারাতে জোটবদ্ধ হয়েছে বিরোধীদল গুলি . ।কখনো দেখা গেছে হাত মিলিয়েছে বাম রাম কখনো হাত মিলিয়েছে বাম কংগ্রেস আর এবার নজির বিহীনভাবে হাত মেলালো বাম তৃণমূল। সঙ্গে আবার নির্দল আম । পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দুই গ্রাম পঞ্চায়েতের এই ব্লকে ভোট পড়বে মাত্র দুটি চিহ্নে.।
এখানে প্রধান বিরোধী দল শুধুমাত্র বিজেপি বাকি সবই মহাজোট।পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী থাকলেও গ্রামপঞ্চায়েতে প্রধান লড়াই বোরডাঙ্গী গ্রামের ৯৬ নম্বর বুথে বিজেপি বিরুদ্ধে বাম ও আমের মিলন দেখা গেল। তৃণমূল ও সিপিআইএম  মহাজোটের নির্দল প্রার্থীর।স্বতন্ত্র ভাবে কোন প্রার্থী দিল না তৃনমূল
Byte0;20-0;46
সমবায় সমিতিগুলি নির্বাচনের সময় যখন দেদার হচ্ছে বাম রাম জোট তখন সিপিএমের তরফ থেকে বলা হয়েছিল এই রেশ পড়বে না বাকি নির্বাচন গুলিতে । তবে পঞ্চায়েত নির্বাচনে নির্ঘন্ট ঘোষণা হতেই দেখা গেল জোট হচ্ছে দেদার। এবার তো একেবারে রাজ্যের শাসক দল যাদের বিরুদ্ধে বরাবর সরব হতে দেখা গিয়েছে সিপিএমকে, তাদের সঙ্গে হাত মেলালো বাম শিবির। শুধুমাত্র ভোরডাঙ্গির ওই বুথে বিজেপিকে মাপ দিতেই এই মহাজোট।   বোরডাঙ্গী গ্রামের  ৯৬ নং বুথের বিজেপি প্রার্থী হয়েছেন মিতা পাল এবং আম চিহ্নের প্রতীক নিয়ে লড়ছেন বাম- তৃণমূলের মহাজোটের প্রার্থী অনিন্দিতা পাল।
Byte 1;18-1;46

প্রসঙ্গত উল্লেখ্য গতবারের নির্বাচনে এই বুথে শেষ হাসি হিসেবে হেসেছিল বিজেপি তাই এবারে তাদের কাছে শুধুমাত্র ভোট ধরে রাখার লড়াই। পাশাপাশি একে তো প্রার্থী দেয়নি তৃনমূল উপরন্তু এই ব্লক এ একমাত্র বিরোধী দল বিজেপি । নির্বাচনের আগে নিজেদের শক্তিশালী বলে দাবি করছে বিজেপি।
Byte-1;18-1;46
একদিকে প্রধান বিরোধী দল বিজেপি অন্যদিকে বিজেপিকে ক্ষমতাকচ্যুত করতে এক যোগে মাঠে নামছে তৃণমূল বাম এবং নির্দল ।এখন দেখার বিষয় এই মহাজোট করার পর অবশেষে বিজেপির দুর্গ ভাঙ্গা যায় কিনা


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *