Panchayet

পঞ্চায়েত ভোটের আগে বোমাবাজির অভিযোগ।

তৃণমূল এবং সিপিএমের বিরুদ্ধে অভিযোগ বোমাবাজির

অভিযোগ দুই দলের নামে হলেও গ্রেফতার হল সিপিএম প্রার্থী

সিপিএমের একাধিক নেতাকে গ্রেফতার

তৃণমূলের মাত্র এক ।

তাও হল তো হল প্রার্থী স্বয়ং

প্রচআর হবে কাকে নিয়ে!

 

 

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায় কখনো খরগ্রাম কখনো চোপড়া। কখনো ভাঙ্গর পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট ও প্রকাশ হওয়ার ১৯ দিনের মধ্যে ১১ জন নিহত হয়েছে রাজ্যে। একাধিক প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে বোমা, বারুদ তখনই প্রশ্ন উঠছে বোমার স্তুপে কি রাজ্য ?এমন একাধিক ঘটনা যখন রীতিমতো চিন্তায় ফেলছে আপামর রাজ্যবাসীকে এবং বারংবার প্রশ্ন উঠছে প্রশাসনের উপর ঠিক তখনই মুর্শিদাবাদে সালারে বোমা মজুদ এবং বোমাবাজির অপরাধে গ্রেপ্তার করা হলো সিপিএম প্রার্থী ঈদ মোহাম্মদ কে। এছাড়াও গ্রেফতার হয় আলমগীর সেখ, সানু সেখ নামক সিপিএম দলের কর্মীরা এবং হারাধন নামক একজন তৃনমূল কর্মী।

Byte0 ;0:35

জানা যায়, ভোটের প্রচআরের সময় তৃনমূল এবং সিপিএম একে ওপরের উদ্দেশ্যে বোমা ছুৃ্ঁড়তে থাকেন। যার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। এদিন বোমাবাজির অভিযোগে একাধিক সিপিএম কর্মীকে গ্রেফতার করা হয় অন্যদিকে মাত্র একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে সিপিএম ।

 

Byte0;36-0! 55

অন্যদিকে জানা যাচ্ছে অভিযুক্তদের কান্দি আদালতে তোলা হয় এবং ৫ দিনের পুলিশী হেফাজতে নেওয়া হয়।

তবে এই ঘটনায় পঞ্চায়েত প্রার্থী হতে কার্যত সমস্যায় পড়েছে বামেরা। প্রচরের সময় প্রার্থী নেই। ভোটে প্রভাব তো পড়বেই । তবে শেষ মেষ কি হয় এখন তাই দেখার বিষয়।

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *